মাটির তলা দিয়ে মেট্রো ছুটছে, ওপরে ছুটছে গাড়ি। গঙ্গার তলা দিয়েও ছুটে যাবে মেট্রো। ট্রেন লাইন, খালের তলা দিয়েও মেট্রো ছুটছে কলকাতায়।
আবার অনেক জায়গায় মাটির ওপর দিয়েও তা যাত্রী নিয়ে ছুটে চলেছে গন্তব্যে। এসব ক্ষেত্রে আশপাশে বাড়ি পড়ছে বটে। তবে সেসব বাড়ির সঙ্গে কিছুটা দূরত্ব অবশ্যই রয়েছে।
এদিকে কলকাতার পাশাপাশি এখন ভারতের অনেক শহরেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। তেমনই একটি শহর নাগপুর। যেখানে মেট্রো পরিষেবা শুধু চালুই হয়নি, এক আজব জায়গা দিয়ে ছুটে যাচ্ছে মেট্রো।
এবার নাগপুরের সীতাবুলদি-জিরো মাইল-কস্তুরচন্দ পার্ক-এর মধ্যে মেট্রো পরিষেবা চালু হল। যা ১.৬ কিলোমিটার পথ অতিক্রম করবে।