সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

হ্যালোইন প্যারেডের প্রস্তুতি: কতটা ভীতির হবে সাজ-পোশাক

  • আপডেট সময় শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
নিউইয়র্কে হ্যালোইন উদযাপনের প্রস্তুতি চলছে। নিউইয়র্ক সিটিতে আয়োজন করা হবে প্রতিবছরের মতো বার্ষিক ভিলেজ হ্যালোইন প্যারেড। ৩১ অক্টোবর হ্যালোইনের মূল উদযাপন। তবে নিউইয়র্কের বিভিন্ন বোরোতে হ্যালোইন উদযাপন শুরু হয়ে গেছে আগে থেকেই। ব্রঙ্কসে অক্টোবরের শুরু থেকে প্রতিটি শনি ও রবিবারে চলছে অ্যানুয়াল বু অ্যাট দ্য জু কর্মসূচি। হ্যালোইন প্যারেডের দিনে এই চিড়িয়াখানা থেকে বের হবে ভুতেদের শোভাযাত্রা। আর দর্শণার্থীরা মানুষ ভুতের সাজসজ্জার পাশাপাশি পশুপাখিদের দেখতে পাবে। তাতে অবশ্য টিকিট লাগবে।

নিউইয়র্ক বোটানিকাল গার্ডেনের কর্মসূচির নাম দেওয়া হয়েছে ফল-ও-উইন। প্রতি শনি ও রবিবার এখানে কর্মসূচি চলছে। চলবে ১২ নভেম্বর পর্যন্ত। এখানেও পামকিন প্যারেড ছাড়াও পামকিন কাটা, বড় বড় আকারের পামকিন প্রদর্শণী রয়েছে। আর শিশুরা সুযোগ পাচ্ছে তাদের সেরা হ্যালোইন পোশাকে সাজার। এখানেও টিকেট লাগবে। আর মূল্য পরিশোক করে পার্কিং সুবিধাও রাখা আছে।

ব্রুকলিনে চিলড্রেন’স মিউজিয়ামে হ্যালোইনের মূল আয়োজন। মিউজিয়ামের প্রদর্শনীগুলো ছাড়াও থাকছে স্ম্যাক-ড্যাব মিডল অব দ্য ডে শো। আরও রয়েছে মাপেট হন্টেট ম্যাশনের বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। টিকেট লাগবে।

নিউইয়র্ক অ্যসকারিয়ামে ২৯ অক্টোবর পর্যন্ত শনি ও রবিবারগুলোতে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্পুকট্যাকুলার সিসাইড ফান নামের কর্মসূচি চলছে। মেরিন লাইফ ও হ্যালোইন এই দুইকে যুক্ত করে ওয়াইল্ড লাইফ থিয়েটার শো, গেমস, ম্যাজিক শো রয়েছে এই আয়োজনে। প্রবেশে টিকেট লাগবে। পার্কিং সুবিধা সীমিত।

ম্যানহাটানের টমকিনস স্কোয়ার হ্যালোইন ডগ প্যারেড অনককেই আকর্ষিত করছে। এটি হয়ে গেছে ২১ অক্টোবার দুপুর ১২:৩০ মিনিটে। ৩৩তম বার্ষিক কুকুর শোভাযাত্রা ছিলো সবার জন্য ফ্রি।

হুইটনি মিউজিয়ামে হ্যালোইন টিন নাইট রয়েছে ২৭ অক্টোবর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এখানে শিল্পীরা কর্মশালা করবেন শিশুদের জন্য, স্পুকি ফোটো বুথ থাকছে, থাকছে স্ন্যাকস, মিউজিক ও আরও অনেক কিছু। টিনদের জন্য এই অনুষ্ঠান ফ্রি। বড়দের টিকেট লাগবে।

এছাড়াও গ্রাসি ম্যানশনে হ্যালোইন উযাদাপন করা হবে। কুইন্স কাউন্টি ফার্ম মিউজিয়ামে থাকবে বিশেষ আয়োজন। জ্যাকসন হাইটসে ৩১ অক্টোবর হবে বিশেষ হ্যালোইন প্যারেড। ৩৭ এভিনিউর ৮৯ থেকে ৭৬ স্ট্রিট পর্যন্ত চলবে এই শোভাযাত্রা।

স্ট্যাটান আয়ল্যান্ডের জু স্পুকটাকুলারে হয়ে গেছে ২১ ও ২ অক্টোবর হ্যালোইন উদযাপন হয়ে গেছে। তবে ২৯ অক্টোবর রয়েছে স্পুকি স্নাগ হারবার ট্যুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com