মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

সারা বছরই পর্যটকদের ভিড় থাকে ব্যাংককে

  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

আজকাল অনেকেই দেশের বাইরে ঘুরতে গেলে প্রথমেই থাইল্যাণ্ডের রাজধানী ব্যাংককের কথা চিন্তা করেন। এ শহরের নগর জীবন, রাস্তার ধারের খাবার ,সবুজ পার্ক, নদী পর্যটকদের সহজেই আকৃষ্ট করে।

অনেকে কেনাকাটার জন্যও ব্যাংককে যেতে পছন্দ করেন। কারণ এখানে বিশ্বের বেশ কয়েকটি বড় বড় মার্কেট রয়েছে। এখানকার মানুষও বেশ বন্ধু বৎসল।

কোলাহলপুর্ণ হলেও ব্যাংককে অনেক কিছু করার এবং দেখার আছে। এ কারণে সারা বছরই এখানে পর্যটকদের ভিড় থাকে।

ব্যাংককে যাওয়ার জন্য যখনই আপনি পরিকল্পনা করেন না কেন এখানকার আবহাওয়া তুলনামুলকভাবে গরম। তারপরও ব্যাংকক ভ্রমণের সবচেয়ে সুন্দর সময় হচ্ছে নভেম্বরের শেষ থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত। এ সময় তাপমাত্রা তুলনামুলকভাবে সহনীয় পর্যায়ে থাকে। তবে মার্চ থেকে মে পর্যন্ত এ শহরে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো। কারণ ওই সময় ব্যাংককের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে।

সু উচ্চ ভবনের পাশাপাশি ব্যাংককে সাফারি ওয়ার্ল্ড, ড্রিম ওয়ার্ল্ড, ন্যাশলাল মিউজিয়াম, ওশেন ওয়ার্ল্ডসহ দেখার মতো অনেক কিছুই আছে। এখানে বেড়াতে গেলে ওয়াট ফো এবং ওয়াট অরুণ মন্দির দুটি পরিদর্শন করতে পারেন। এ দুটি ওই শহরের পবিত্রতম স্থান বলে ধরা হয়।  ব্যাংককের হ্রদগুলিও দেখবার মতো। ব্যাংককের রাস্তার পাশে খাবার দোকানগুলোতে ২৪ ঘণ্টাই খাবার পাওয়া যায় যা সত্যিই অতুলনীয়। এছাড়া এখানকার বিশ্বখ্যাত স্পা আপনাকে ফুরফুরে হতে সাহায্য করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com