মধ্যপ্রাচ্যে প্রথমবার আসতে চলেছে উড়ন্ত কার। সম্প্রতি এ গাড়ির জন্য ডাচ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দুবাইয়ের উড়োজাহাজ সংস্থা আভেটিরার।
চুক্তির আওতায় শতাধিক লিবার্টি ফ্লাইং কার আসবে সংযুক্ত আরব আমিরাতে। তবে সরবরাহ বা পরিষেবা শুরুর সময় জানা যায়নি।
দুই আসনের লিবার্টি বিশ্বের প্রথম ফ্লাইং কার হিসেবে পরিচিত। সাধারণ যান থেকে লিবার্টি কারের উড়ন্ত যানে রূপ নিতে ৫ মিনিট সময় লাগে। এটি ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিতে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে।