রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

শপিংমলে ভাড়ায় মিলছে গার্লফ্রেন্ড

  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

শপিংমলে একলা ঘুরে বেড়ানো ছেলেদের দুঃখের দিন শেষ ৷ চীনের একটি শপিংমল টাকার বিনিময়ে ভাড়ায় গার্লফ্রেন্ড সরবারাহ করছে সেই শপিংমলে আগত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য ৷ ‘ভাইটালিটি সিটি’ নামের এই শপিংমলটি দেশটির হিউয়ান শহরে অবস্থিত ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য সান’-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ‘ভাইটালিটি সিটি’ শপিং মলের প্রতিটি ফ্লোরে কিছু মেয়ে থাকেন যারা গার্লফ্রেন্ডের ভূমিকা পালন করবেন ৷ নির্দিষ্ট টাকা পরিশোধ করে একসঙ্গে ঘোরা, আড্ডা, সেলফি তোলা— এসব করা যাবে । পছন্দমতো একজনকে ২০ মিনিটের জন্য গার্লফ্রেন্ড বানিয়ে ঘুরতে পারবেন সেখানে আসা দর্শনার্থীরা ৷ আর ২০ মিনিটের গার্লফ্রেন্ডের জন্য গুনতে হবে ১ আরএমবি ৷ যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৩ টাকার সমান ৷

ডেইলি সান আরও জানায়, ১৫ জন মেয়ে শপিংমলটির করিডোরে দাঁড়িয়ে থাকেন। শপিংমলে আগত দর্শনার্থীরা পছন্দ মতো একজনকে গার্লফ্রেন্ড হিসেবে নির্বাচন করতে পারবেন। মোবাইলে QR কোড স্ক্যানের মাধ্যমে ‘ফি’ পরিশোধ করতে হবে।

তবে ‘ভাইটালিটি সিটি’ শপিংমলে এই সেবা পেতে কয়েকটি শর্ত মেনে চলতে হবে ৷ এক, শপিংমলের বাইরে কোনওভাবেই এই মডেলদের নিয়ে যাওয়া যাবেনা ৷ দুই, ওই মডেলদের শরীরে হাত দিতে পারবেন না ক্রেতারা ৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com