শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

রাশিয়ায় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার জরিমানার মুখে গুগল

  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

রাশিয়ায় নজিরবিহীন জরিমানার মুখে পড়েছে গুগল। প্রতিষ্ঠানটিকে দুই দশমিক ৫ ডিসিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। যা বিশ্বের মোট জিডিপির চেয়ে কয়েক গুণ বেশি। বুধবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবে ইউটিউবে ক্রেমলিনপন্থি প্রোপাগান্ডা ব্লক করার অভিযোগে গুগলকে এ জরিমানা করা হয়েছে। রাশিয়ার একটি আদালত এ জরিমানা করেছেন।

দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, প্রতিষ্ঠানটিকে যে জরিমানা করা হয়েছে তা টাকার অঙ্কে দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সমান। গত চার বছরে পুঞ্জীভূত জরিমানার ফলাফল এটি। রাশিয়ার বর্তমান আইনানুসারে প্রতি সপ্তাহে এ সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

মিডিয়া আউটলেট Tsargrad এবং RIA FAN তাদের ইউটিউব চ্যানেলে বিধিনিষেধ সম্পর্কিত মামলা জিতে যাওয়ার পরে ২০২০ সালে মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটিকে এক লাখ রুবল জরিমানা করা হয়েছিল।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরবিসি মঙ্গলবার প্রথম বিশাল জরিমানার বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, গুগল ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনের আক্রমণকে সমর্থন করার কারণে অন্যান্য মিডিয়া আউটলেটগুলোকেও নিষিদ্ধ করেছিল, যার ফলে আরও জরিমানা করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর গুগল ৩০৬ বিলিয়ন ডলার আয় করেছে। এ ছাড়া গত মাসে তারা রুশ ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাকাউন্ট খোলায় বিধিনিষেধ আরোপ এবং আগস্ট মাস থেকে দেশটিকে অ্যাডসেনস (বিজ্ঞাপন) বন্ধ করে দিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে বৃহত্তর নিষেধাজ্ঞার অংশ হিসেবে ২০২২ সালের মার্চ থেকে দেশটিতে গুগল ব্যবহারকারীদের অনলাইন বিজ্ঞাপন বন্ধ রয়েছে।

এ বিধিনিষেধ রাশিয়ান কর্তৃপক্ষকে গুগলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করতে প্ররোচিত করেছিল এবং দেউলিয়া হওয়ার জন্য ফাইল করতে বাধ্য করেছিল। যদিও ইউটিউব এবং সার্চ ব্রাউজারসহ গুগলের বিনামূল্যের পরিষেবাগুলো রাশিয়ায় এখনো পরিষেবা দিয়ে যাচ্ছে।

গুগল তার সর্বশেষ ত্রৈমাসিক ফলাফলে রাশিয়ায় তার চলমান আইনি সমস্যা স্বীকার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com