1. [email protected] : চলো যাই : cholojaai.net
যে কারণে বন্ধ হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

যে কারণে বন্ধ হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা

  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

সরকার জরুরি ভিত্তিতে তহবিল সরবরাহ না করলে আগামী ১৫ সেপ্টেম্বরের পর থেকে আর ফ্লাইট পরিচালনা করতে পারবে না পাকিস্তানের সরকারি বিমান পরিষেবা সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)।

গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন পিআইএ-এর এক জ্যেষ্ঠ পরিচালক।

তিনি জানিয়েছেন, অপারেশনাল বিমানের সংখ্যা ২৩ থেকে ১৬টিতে কমিয়ে আনা হয়েছে। যার ফলে বেশ কয়েকটি ফ্লাইট বাতিলও হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, একটি পিআইএ বিমান দাম্মাম বিমানবন্দরে এবং আরো চারটি দুবাই বিমানবন্দরে জ্বালানির অর্থ প্রদানে ব্যর্থতার কারণে থামানো হয়েছিল। তবে পিআইএ-এর লিখিত আশ্বাসে বিমানগুলোর ছেড়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছিল।

ওই কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) কাছ থেকে ৩৫ লাখ ডলার ধার নিয়ে বকেয়া পরিশোধ করে বিমানগুলো ছাড়িয়ে এনেছে পিআইএ।

তিনি সতর্ক করেছেন, জরুরি ভিত্তিতে দুই হাজার ৩০০ রুপি (পাকিস্তানি মুদ্রা) বরাদ্দ না দেয়া হলে ১৫ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে পিআইএ।

তবে পিআইএ-এর এক মুখপাত্র বলেছেন, ফ্লাইট পরিচালনা স্থগিত থেকে বাঁচাতে সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে।

এক সূত্র জানিয়েছে, পিআইএ কর্মচারীদেরও বেতন দেয়া হয়নি।

সূত্র : জিও নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com