রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

‘যুক্তরাষ্ট্রে এক বছরে বন্দুক হামলায় প্রায় ৫ হাজার শিশুর মৃত্যু’

  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্রে এক বছেরে বন্দুক হামলা এবং বন্দুক সংশ্লিষ্ট ঘটনায় এক বছরে অন্তত ৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য ব্যবহার করে করা এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। গত ২১ আগস্ট গবেষণাপত্রটি আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের (এএপি) জার্নালে প্রকাশিত হয়। খবর রয়টার্স

এএপি’র গবেষণাটি বার্তা সংস্থা রয়টার্স তার প্রতিবেদেনে তুলে ধরেছে। সংস্থাটি জানিয়েছে, গবেষণাটি পরিচালনাও করেছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস। এএপি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র তুলে ধরা হয়েছে, ২০২১ সালের যুক্তরাষ্ট্রে এক বছরে বন্দুক হামলা এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় ৪ হাজার ৭৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৪ শ বেশি।

এর আগে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বন্দুক হামলা এবং এর সংশ্লিষ্ট ঘটনায় ৪ হাজার ৩৬৮ জন শিশুর মৃত্যু হয়েছিল। যা আবার ২০১৯ সালের তুলনায় প্রায় ১ হাজার জন বেশি। মূলত ২০২০ সালের পর থেকেই যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা এবং এ সংশ্লিষ্ট ঘটনায় শিশু মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক সংশ্লিষ্ট বিভিন্ন আঘাত এবং ঘটনায় নিহত হয়েছিল ৩ হাজার ৩৯০ জন শিশু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com