সামাজিক মাধ্যমে একটি ভিন্নধর্মী ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দুজন নারী মরুভূমিতে পথ হারিয়ে উবার অ্যাপ ব্যবহার করে উট ডেকে উদ্ধার হন।
এ ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়, যেখানে দেখা যায়, দুবাইয়ের মরুভূমির মধ্যে তাদের গাড়ি নষ্ট হয়ে বিপদে পড়েন। আশপাশে কোনো সাহায্য না পেয়ে একজন নারী উবার অ্যাপ খোলে এবং সেখানে ‘উবার ক্যামেল’ নামে এক অপশন খুঁজে পান।
অবাক হয়ে তারা উট বুক করেন এবং কিছুক্ষণের মধ্যেই একজন ‘উবার ক্যামেল ড্রাইভার’ উট নিয়ে তাদের সাহায্যে হাজির হন।
এ মজার ভিডিওটি নিয়ে বুধবার (২৩ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে জানা যায়, ভিডিওটি আসলে বাস্তব কোনো ঘটনা নয়, বরং একটি প্রোমোশনাল ভিডিও। উবার তাদের অ্যাপে উট রাইডের কোনো সুবিধা প্রদান করে না।