শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:০১ অপরাহ্ন

পরিবেশবান্ধব ৫০০,০০০ সড়কবাতি লেগেছে নিউইয়র্কে

  • আপডেট সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের উদ্যোগে ৫০০,০০০ এলইডি সড়কবাতি লাগানো হয়েছে গোটা স্টেট জুড়ে। নির্ধারিত সময়ের তিন বছর আগেই সম্পন্ন হয়ে গেলো এই সড়কবাতি লাগানোর কাজ। এলইডি লাইটগুলো যেমন বিদ্যুতের খরচ কমাবে, তেমনি তাতে কার্বন নিঃস্বরণ হবে কম। আর কমিউনিটির নিরাপত্তাও নিশ্চিত করবে।

বিদ্যুৎসাশ্রয়ী স্মার্ট এলইডি লাইটগুলো স্টেটের বিভিন্ন সড়কে প্রতিস্থাপিত হয়েছে পুরোনো সড়কবাতিগুলো সরিয়ে। স্মার্ট স্ট্রিট লাইটিং এনওয়াই কর্মসূচির আওতায় তা বাস্তবায়ন করা হলে। সবশেষ রামাপো শহরের বিভিন্ন অংশে ৪০০০ স্ট্রিট লাইট পড়েছে যার অর্থায়ন ও বাস্তবায়ন করেছে নিউইয়র্ক পাওয়ার অথরিটি। ২০২৫ সালের শেষ নাগাদ এর বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও প্রায় তিন বছর আগেই তা সম্পন্ন করা হলো।

ক্লাইমেট লিডারশিপ অ্যান্ড কমিউনিটি প্রোটেকশন আইনের সরাসরি সহায়ক হিসেবে কাজ করছে এই কর্মসূচি। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে কার্যকর ও কঠোর ক্লিন এনার্জি বিষয়ক আইন। এই আইনের আওতায় মিউনিসিপ্যালিটিগুলোকে বছরে ৩ শতাংশ হারে বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনার বাধ্যবাধকতা রয়েছে। সাশ্রয়ী বিদ্যুতের ব্যবহারই যার অন্যতম পন্থা। ২০২৫ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জনের কথা বলা হয়েছে। আর সেই টার্গেট সামনে রেখে স্টেট ও স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা একযোগে কা করে ৫০০,০০০ এলইডি লাইট বসানোর কাজ সম্পন্ন করেছে। মঙ্গলবার এই মাইলস্টোন অর্জনের পর রামাপোতে তা সেলিব্রেট করা হয়।

সেখানে গভর্নর ক্যাথি হোকুল বলেন, ক্লাইমেট এজেন্ডা বাস্তবায়নে নিউইয়র্ক অবিশ্বাস্য সাফল্য অর্জন করছে। তারই সবশেষ উদাহরণ এই এলইডি লাইট বসানোর সফলতা। নির্ধারিত সময়ের তিন বছর আগেই আমরা তা সম্পন্ন করতে পেরেছি।

হোকুল বলেন, এই অতি সাধারণ জ্ঞানের একটি কর্মসূচি মিউনিসিপ্যালিটিগুলোর অর্থ যেমন সাশ্রয় করবে তেমনি স্টেটজুগে বিদ্যুতের খরচও কমাবে।

এনার্জি এফিসিয়েন্সি বাড়াতে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে এক যোগে কাজ করতে কমিউনিটিগুলোর প্রতি আহ্বান জানান গভর্নর ক্যাথি হোকুল।

এর আগে ২০১৮ সালে তৎকালীন লেফট্যান্যান্ট গভর্নর ক্যাথি হোকুল এই স্মার্ট স্ট্রিট লাইটিং, এনওয়াই কর্মসূচি ঘোষণা করেন। যার বাস্তবায়নের দায়িত্ব দেন নিউ ইয়র্ক পাওয়ার অথরিটিকে। এতে সরাসরি সহায়তা করে নিউইয়র্ক স্টেট পাবলিক সার্ভিস কমিশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com