শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

নিজেকে নিজেই বিয়ে করলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। এবার নিজেই নিজেকে বিয়ে করে অবাক করা ঘটনা ঘটালেন তিনি।

সেই ছবি আবার ইনস্টাগ্রামে পোস্ট ক্যাপশনে লিখলেন, জীবনের সেরা সিদ্ধান্ত নিলাম! বিষয়টি লজ্জাজনক বা বোকামি মনে হলেও আমার জীবনে করা আমরা সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলব।

এক বছর আগে মার্কিন তারকা অভিনেতা স্যাম অ্যাসঘারির সঙ্গে ডিভোর্স হয়েছিল ব্রিটনি স্পিয়ার্সের। সেই দিনকেই নিজের বিয়ের জন্য বেছে নিয়েছেন ব্রিটনি।

দীর্ঘদিন ধরেই রটেছিল ব্রিটনি নাকি মানসিক অসুস্থতায় ভুগছেন। আর নিজেকে বিয়ে করার বিষয়টিও মানসিক অসুস্থতা থেকেই এসেছে এমনটিই মনে করছেন ব্রিটনির ভক্তরা। অনেকে আবার বলছেন, অভিনেতা স্যামের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার ফলেই এমন কাণ্ড ঘটিয়েছেন।

ব্রিটনি মাঝেমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের ভিডিও পোস্ট করেন। সম্প্রতি এক ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, আমার শরীরের ডান দিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈশ্বর ছাড়া কেউই এটা ঠিক করতে পারবে না। কখনো কখনো মস্তিষ্কে ঠিকমতো অক্সিজেন না পৌঁছলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। আক্ষরিক অর্থেই মাথা কাজ করা বন্ধ করে দেয়। স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে শরীরে বেশ কিছু অঙ্গও অসাড় হয়ে যায়। সপ্তাহে অন্তত তিনবার বিছানা থেকে উঠে দেখি হাত দুটি সম্পূর্ণ অসাড় হয়ে গেছে। স্নায়ুগুলো ছোট ছোট আর সেগুলো শরীরের ডানদিক থেকে গলা পর্যন্ত সূচের মতো ফোটে এবং সবচেয়ে বেশি কষ্ট হয় মাথায়, যেটা ভয়ংকর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com