নিউইয়র্কে নব্য অভিবাসীদের জন্য ১৮০০০ কাজের সুযোগ সৃষ্টি করেছেন এখানকার ৪০০ নিয়োগকারী প্রতিষ্ঠান। অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের নিয়োগ করবেন তারা। যারা এরই মধ্যে আইনিভাবে এখানে কাজ করার অনুমোদন পেয়ে গেছেন তারাই এসব কাজে যোগ দিতে পারবেন। সোমবার এক ঘোষণায় এমনটা জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।
হোকুল আগে থেকেই ব্যবসায়ী নেতাদের আহ্বান জানিয়ে আসছিলেন অ্যাসাইলাম প্রার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির। তিনি বলছিলেন, এতে এক সুযোগে দুটি সমস্যার সমাধান হবে। একটি মানবিক সঙ্কটে কিছুটা হলেও স্বস্তি নামবে আর অন্যদিকে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোরও কর্মীর অভাব ঘুচবে।
সপ্তাহ দুয়েক আগে বাইডেন প্রশাসন ভেনেজুয়েলা থেকে আসা অভিবাসীদের সাময়িক সুরক্ষা কর্মসূচি ঘোষণা করে, যাদের একটি বড় সংখ্যাই রয়েছে নিউইয়র্কে। এই কর্মসূচির আওতায় যেসব ভেনেজুলিয়ান ৩১ জুলাইয়ের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন তারা ১৮ মাসের জন্য আইনি বৈধতা পাবেন। এই অভিবাসীরা এখনই আইনগতভাবে কর্মসংস্থানের আবেদন করতে পারবেন। তাদের সাধারণ নিয়মে ১৮০ দিন অপেক্ষা করতে হবে না।
হোকুল সোমবার যাদের জন্য কাজের সুযোগের কথা ঘোষণা করেছেন তারা গৃহায়ন, খাদ্য, স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তা, তেরি খাত, নির্মাণ ও অন্যান্য খাতে কাজ পাবেন।
নিউইয়র্ক সিটিতে ৯,৮০১ জন, রাজধানী অঞ্চলে ৫২৩ জন, সেন্ট্রাল নিউইয়র্কে ৬৭৩ জন, ফিঙ্গার লেকে ২০৫ জন, হাডসন ভ্যালিতে ২৮৯৬ জন, লং আয়ল্যান্ডে ১২৯৪ জন, মোহত ভ্যালিতে ১২০ জন, নর্থ কান্ট্রিতে ২০৮ জন, সাউদার্ন টায়ারে ৯৮ জন, ওয়েস্টার্ন নিউইয়র্কে ১৫২১ জন ও অন্যান্য অঞ্চলে ১,০৮৪ জন নিয়োগ পাবেন।
হোকুল বলেন, মাইগ্রান্ট ও আশ্রয় প্রার্থীরা কাজ করতেই এদেশে এসেছেন- সুতরাং তাদের কাজেই দিতে হবে।