শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

নারী বস যৌন নির্যাতন করলে কী সাজা, প্রশ্ন ভারতীয় এমপির

  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
কেন্দ্রের আনা দণ্ড সংহিতা বিলে পুরুষ বসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। দোষী হলে আর্থিক জরিমানার পাশাপাশি ১০ বছরের কারাদণ্ডের সুপারিশও আছে এতে।

অফিসে নারী কর্মীকে যৌন হেনস্তার খবর মাঝেমধ্যেই আসে। বিষয়টি কখনও কখনও গড়ায় আদালত পর্যন্ত। ভারতে এই যৌন হেনস্তার বিরুদ্ধে কড়া ব্যবস্থার সুপারিশ রয়েছে নতুন বিধিতে। কিন্তু নারী ‘বস’ যদি একই দোষে দোষী হন তাহলে?

‘দণ্ড সংহিতা বিল’ নিয়ে এই প্রশ্ন তুললেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য (এমপি) নীরজ শেখর। মঙ্গলবার সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে নতুন তিন বিল নিয়ে আলোচনার সময়ই কমিটি সদস্য এ প্রশ্ন তোলেন।

হিন্দুস্তনা টাইমস বলছে, এমপির প্রশ্ন শুনে অন্য এমপিরা পরামর্শ দিয়েছেন, লিঙ্গ নির্বিশেষে একই শাস্তি দেয়া হোক এমন ‘বসদের’।

কেন্দ্রের আনা দণ্ড সংহিতা বিলে পুরুষ বসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। দোষী হলে আর্থিক জরিমানার পাশাপাশি ১০ বছরের কারাদণ্ডের সুপারিশও আছে এতে।

সাবেক প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের ছেলে নীরজ জানতে চান, নারী বসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে সাজার কী ব্যবস্থা থাকছে?

তাকে সমর্থন করেন দিলীপ ঘোষ-সহ একাধিক এমপি। দিলীপ-নীরজদের মতে, সময় বদলাচ্ছে দ্রুত। বহু সংস্থার কর্তা এখন নারী। তাহলে অভিযোগের তীর কেন শুধু পুরুষদের দিকে উঠবে? নারী বসরা কেন ছাড় পাবেন?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com