টানা ভারী তুষারপাতে বিপর্যস্ত জার্মানির দক্ষিণাঞ্চল। তীব্র তুষারপাতে বরফের স্তুপের নীচে ঢাকা পড়েছে গোটা মিউনিখ শহর। জার্মানির দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর মিউনিখ এয়ারপোর্টের অন্তত আটশো বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ে বরফের নীচে ঢাকা পড়ায় বিমান উঠা-নামা করা কঠিন হয়ে পড়েছে।
একইসাথে, ব্যাপক তুষারপাতের কারণে মিউনিখের সড়কগুলো তলিয়ে গেছে সাদা বরফের নীচে। কোথাও কোথাও জমেছে কয়েকফুট বরফের স্তুপ। পিচ্চিল রাস্তায় ঘটছে দুর্ঘটনা। ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। বাতিল হয়ে গেছে বহু ট্রেন চলাচলও। বন্ধ রয়েছে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রয়োজন ছাড়া অধিবাসীদে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
Like this:
Like Loading...