বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভারতে শেখ হাসিনার ১০০ দিন : কীভাবে রয়েছেন আওয়ামী পলাতকদের পাচার করা শত কোটি টাকার খোঁজে ভারতে ইডির ১৭ স্থানে অভিযান দুবাইতে প্রথম আকাশযান ভের্টিপোর্ট শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৫ বছর পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানের ৬ প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ায় ১০ লাখ শ্রমিক প্রয়োজন লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষা: ৩৫০টির বেশি প্রোগ্রামে পড়াশোনা, স্কলারশিপের সুবিধা ফিটস এয়ারে বড় ছাড়, ২৮ হাজারে শ্রীলঙ্কার রিটার্ন ফ্লাইট সাধ্যের মধ্যে আন্দামান : যে কথা বলে না কেউ ক্রোয়েশিয়ায় কাজ করার জন্য ভ্রমণ বা স্থায়ী বসবাসের সুযোগ অনেকের কাছে আকর্ষণীয় আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে মাস্টার্স-পিএইচডি চীনের বিশ্ববিদ্যালয়ে

চাঁদ থেকে পৃথিবী দেখতে কেমন

  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

আমরা সবাই সুপারমুন দেখে অভ্যস্ত। সবাই মনে এমন প্রশ্ন উদয় হতেই পারে— চাঁদ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে? পৃথিবীও কী সুপারমুনের মতো সুপারআর্থ? ভারতের চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছনোর পর নতুন করে আলোচনার কেন্দ্রে এই জিজ্ঞাসাটি। চলছে নতুন জল্পনা-কল্পনা।

এ নিয়ে নেট দুনিয়ায় নতুন নতুন ছবি ভেসে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, সুপারমুনের মতোই সুপারআর্থ! বাস্তবে এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে করা। অনেকে ভেবে থাকতে পারেন, এসব ছবি চন্দ্রযান-৩ থেকে পাঠানো। কিন্তু ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এখনও এমন কোনো ছবি প্রকাশ্যে আনেনি।

ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ-১৮ এর খবরে বলা হয়, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ধরনের ছবি তৈরি করা হচ্ছে। এআই দিয়ে ছবি আঁকানো, পরে তা আপলোড করা বর্তমানে নেটদুনিয়ার বিনোদন। তবে চন্দ্রযান ৩-এর সাফল্য সেই বিনোদনে যোগ করেছে নতুন মাত্রা। তবে বাস্তবের সঙ্গে এর মিল অনেক কম।

এদিকে, এআই দিয়ে করা যে ছবিগুলো সামনে আসছে, সেখানে কোনোটায় দেখা যায় চন্দ্রপৃষ্ঠ থেকে সুবিশাল এক পৃথিবী। আমরা যেমন সুপারমুন দেখতে অভ্যস্ত, ঠিক সেরকম সুপারআর্থ। আবার অন্য ছবিতে দেখা যাচ্ছে, স্পেসস্যুট পরে চাঁদের মাটিতে বসে আছেন নভোচারী, বিস্ময়ে তিনি চেয়ে আছেন নীলাভ পৃথিবীর দিকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com