রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

গুগলে চাকরি পাওয়ার যোগ্যতা কী? জানালেন সিইও সুন্দর পিচাই

  • আপডেট সময় সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

চাকরি দেওয়ার জন্য আবেদনকারীদের মধ্যে কী খোঁজে গুগল? সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেটাই জানিয়েছেন গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। গুগলে চাকরির করার স্বপ্ন অনেকেরই।

জীবনের প্রথম চাকরি গুগলে হওয়ার আশাও অনেক পড়ুয়া মনের মধ্যে লালন করেন। কিন্তু গুগলে চাকরি মিলবে কী ভাবে? ‘এন্ট্রি লেভেল’ চাকরির জন্য কেমন কর্মী খোঁজে গুগল? খোলসা করলেন গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই।

গুগল বিশ্বের অন্যতম বৃহৎ টেক সংস্থা। ওই সংস্থায় চাকরি করার স্বপ্ন দেখেন বহু পড়ুয়া। সংস্থায় মাথায় যিনি এখন রয়েছেন, তিনি আবার ভারতীয় বংশোদ্ভুত, উচ্চশিক্ষাও নিয়েছেন ভারতেই। ফলে গুগলের চাকরি নিয়ে সুন্দর পিচাইয়ের বক্তব্য ভাইরাল হয়েছে দ্রুত।

সম্প্রতি The David Rubenstein Show: Peer to Peer Conversation- এর অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছিলেন সুন্দর পিচাই। সেখানেই তিনি জানিয়েছেন গুগল খোঁজে ‘সুপারস্টার সফটঅয়্যার ইঞ্জিনিয়র’। তার সঙ্গেই প্রয়োজন শেখার ইচ্ছে এবং নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার মানসিকতা।

গুগলে সৃজনশীলতা এবং উদ্বাবনী শক্তিকেও মান্যতা দেওয়া হয় বলে জানিয়েছেন সুন্দর পিচাই। তার সঙ্গে বিনামূল্যে খাবার দেওয়ার বিষয়টিকেও সামনে এনেছেন তিনি। তাঁর মতে এতে আদতে গোষ্ঠীভাবনা বেড়ে ওঠে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলেছেন সুন্দর পিচাই।

গুগলে তাঁর শুরুর দিনগুলিতে সংস্থার ক্যাফেতে তাঁর অনেকটা সময় কাটত। সেখানে কাজ সংক্রান্ত নানা আলোচনাও হতো বলে স্মৃতিচারণে জানান পিচাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com