শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

কানাডায় পড়তে গিয়ে পার্ট টাইম চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরছে ভারতীয় পড়ুয়ারা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

কানাডায় কয়েক ডজন ভারতীয় এবং অন্যান্য বিদেশী শিক্ষার্থীকে একটি জনপ্রিয় কফি এবং ফাস্ট-ফুড চেইন টিম হর্টনসের সামনে চাকরির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সম্প্রতি, টরন্টোর একজন ভারতীয় ছাত্র নিশাত, টিম হর্টনস আউটলেটের বাইরে আবেদনকারীদের দীর্ঘ লাইনের  একটি ভিডিও শেয়ার করেছেন, যা আন্তর্জাতিক ছাত্রদের মধ্যে কর্মসংস্থানের তীব্র প্রতিযোগিতার চিত্র তুলে ধরে। ভিডিওতে নিশাত শেয়ার করেছেন যে তিনি টরন্টোর একজন ছাত্র এবং এক মাস ধরে একটি পার্ট টাইম চাকরির সন্ধান করে চলেছেন। সময়ের ৩০ মিনিট আগে  টিম হর্টনসের সামনে পৌঁছে গেলেও তিনি দেখতে পান ইতিমধ্যেই   সেখানে আবেদনকারীদের লম্বা লাইন। লম্বা লাইনের দিকে তাকিয়ে আশেপাশের শ্বেতাঙ্গ মানুষেরাও হতবাক হয়ে যান এই ভেবে যে এখানে কী কিছু ঘটেছে ? নিশাত জানাচ্ছেন, টিম হর্টনসের কর্মীরা তাদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে তাদের সেখান থেকে চলে যেতে বলে। সেইসঙ্গে জানিয়ে দেয়  তারা একটি ইন্টারভিউ কল পাবে। কিন্তু সেই কল আদৌ আসবে কিনা তা ভেবে নিশাত বেশ উদ্বিগ্ন।  কারণ সে শহর থেকে বেশ খানিকটা দূরেই থাকে। ভাইরাল হওয়া ভিডিওতে কানাডায় চাকরির সংকট এবং ক্রমবর্ধমান বেকারত্বের পর্দা ফাঁস করেছে। আরও বেশ কয়েকজন ভারতীয় ছাত্র বলেন যে, তারাও এদেশে চাকরি খুঁজছে, কিন্তু এখনও পর্যন্ত ভাগ্য সহায় হয়নি।

 নিশাতের ভিডিওটি দেখে একজন নেট ব্যবহারকারী বলেছেন, ‘কানাডায় অপ্রয়োজনীয় ভিড়ের কারণে বেঁচে থাকার জন্য চাকরি পাওয়া প্রায় অসম্ভব।’ আরেকজন বলেছেন, ‘নির্মাণকাজ,  ট্রাক মেরামত বা চালানো শিখুন। কানাডায় এই চাকরির চাহিদা রয়েছে।’

তৃতীয় একজন লিখেছেন, ‘৬ মাস হয়ে গেছে এবং আমি এখনও আমার পার্ট টাইম চাকরি খুঁজছি! আন্তর্জাতিক ছাত্রদের জন্য জীবন কতটা কঠিন তা এখানে এলে বোঝা যায়।’

বিদেশী শিক্ষার্থীদের অনেকেই জানিয়েছেন, সুযোগ, বৃদ্ধি এবং চোখে একরাশ  স্বপ্ন নিয়ে কানাডায় পা রাখলেও এখন অনেকের কাছেই অচেনা ঠেকছে দেশটিকে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com