মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

ইতালির যে ২ শহরে সংসার পাতলেই পাবেন ৩৫ লাখ টাকা

  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

সঙ্গীকে নিয়ে নতুন দেশে গিয়ে সংসার পাতবেন বলে ভাবছেন? নতুন দেশ, নতুন সংসারে সবকিছু মিলে খরচও কিন্তু অনেক হবে। তবে নতুন দেশে গিয়ে থাকার জন্য যদি আপনাকে ৩৫ লাখ টাকা দেওয়া হয়, তাহলে যাবেন তো?

এমনই সুবিধা পাবেন ইতালির ২ শহরে গিয়ে যদি সংসার পাতেন তাহলে। ইউরোপ ট্যুরে গেলে লিস্টে থাকে ইতালির বিভিন্ন শহর। এবার সেখানেই পাকাপাকিভাবে বসতি স্থাপন করতে পারবেন।

ইতালির ছোট্ট শহর ক্যালাব্রিয়া। এই শহরে গিয়ে থাকলে সেখানকার প্রশাসন থেকে ২৮-৩০ হাজার ইউরো দেওয়া হবে আপনাকে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা।

ইতালির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত ছোট্ট শহর ক্যালাব্রিয়া। মাত্র ৩ হাজার মানুষের বাস সেখানে। ওই শহরের জনসংখ্যা বাড়াতেই ক্যালাব্রিয়ায় এসে পাকাপাকিভাবে বসতি স্থাপনের অনুরোধ জানাচ্ছে সেখানকার প্রশাসন।

তবে এজন্য অবশ্য আছে একটি শর্ত। সেখানে অবশ্যই আপনাকে একটি বাড়ি কিনতে হবে আবার আপনার বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না।

একই সঙ্গে এই শহরে একটি নতুন ব্যবসাও শুরু করতে হবে আপনাকে। যিনি ক্যালাব্রিয়ায় থাকার জন্য আবেদন করবেন, অনুমোদনের ৯০ দিনের মধ্যে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

শহরের জনসংখ্যা বাড়াতে ও অর্থনীতিকে চাঙ্গা করতেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন। যারা ক্যালাব্রিয়া নতুন জীবন শুরু করবেন, তাদের প্রশাসন থেকে সর্বোচ্চ তিন বছরের মধ্যে প্রায় ৩৫ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ক্যালাব্রিয়ার ৭৫ শতাংশেরও বেশি অঞ্চলে, ৩২০ সম্প্রদায়ের মানুষ বাস করেন। তবে ২০২১ এর পরিসংখ্যান বলছে, এই অঞ্চলের জনসংখ্যা ৫ হাজারেরও কম।

এই পরিস্থিতি ক্যালাব্রিয়ার প্রসাশনের কাছে উদ্বেগজনক। তাই শহরের হাল ফেরাতে এই উদ্যোগ নিয়েছে প্রসাশন। সমুদ্রের তীরে গড়ে ওঠা এই শহরে গিয়ে থাকলে এবং ব্যবসা শুরু করলেই মিলবে ২৫ লক্ষ টাকা।

ক্যালাব্রিয়াতেই শুধু এমন অফার দেওয়া হচ্ছে, তা নয়। ইতালির দক্ষিণ প্রান্তে অবস্থিত প্রেসিস শহর। সেখানেও কেউ যদি তিন বছরের বেশি বাড়ি কিনে থাকেন, পেয়ে যাবেন প্রায় ৩০ হাজার ইউরো।

যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা। ক্যালাব্রিয়ার মতো প্রেসিসে এসে বসবাসের জন্যও আছে কিছু শর্ত। বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না।

পাশাপাশি যিনি সেখানে বাড়ি কিনবেন, তা ১৯৯১ সালের আগে তৈরি হতে হবে ও ওই ব্যক্তিকে নতুন ব্যবসাও শুরু করতে হবে প্রেসিস শহরে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com