নিঃশব্দ বিপ্লব বোধহয় একেই বলে! আগামী সেপ্টেম্বর থেকে ভারত ও বাংলাদেশ ডলারের দাসত্ব মুক্ত হচ্ছে। সেপ্টেম্বর থেকে ভারত ও বাংলাদেশ আমদানি-রপ্তানি করবে ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকায়। এলসি খোলার ক্ষেত্রে তবুও চীনের মুদ্রা ইয়েন ব্যবহার করা যেতে পারে। কিন্তু ডলার একেবারেই নয়। প্রস্তাবটি ছিল ভারত সরকারের, বাংলাদেশ তা সানন্দে গ্রহণ করে।
এতদিন পর্যন্ত রুপি ডলারে পরিবর্তিত করে তা ভারতের টাকায় রূপান্তরিত করা হত, ভারতও ঠিক সেইভাবে টাকা ডলারে পরিবর্তন করে বাংলাদেশ রুপিতে পরিবর্তন করতো। এর ফলে সর্বনিম্ন ছ শতাংশ রুপি কিংবা টাকা ক্ষতি হচ্ছিলো বাংলাদেশ কিংবা ভারতের। নতুন ব্যবস্থায় যেহেতু সরাসরি রুপি থেকে টাকা বা টাকা থেকে রুপিতে কনভার্ট করার ব্যবস্থা থাকছে তাই কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন যে, তাঁরা টাকা পে কার্ড নামে একটি ডেবিট কার্ড নিয়ে আসছেন যার দ্বারা টাকা কিংবা রুপি তুলতে পারবে মানুষ। তিনি বলেন, ডলার বিলোপ হওয়ার ফলে উপকৃত হবেন চিকিৎসা করাতে যাওয়া মানুষ, ছাত্ররা এবং অবশ্যই ব্যবসায়ীরা।