অ্যাভিয়েশন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে কৃতকার্য হওয়া শতাধিক শিক্ষার্থীকে সনদ প্রদান, চাকরি লাভ ও উদ্যোক্তা হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২৫ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট দেওয়া হয়।
এ উপলক্ষে সম্প্রতি চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ‘এইচবি চিটাগং ফার্স্ট সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং সেরিমনি’। এতে গত এক বছরে এইচবি অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টার চট্টগ্রাম শাখা থেকে প্রশিক্ষণ নেওয়া সফল ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র্যাংকন প্রোপার্টিজ লিমিটেডের সিইও তানভির শাহরিয়ার রিমন, এইচবি অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টারের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান যাকি এস বারী, চিটাগং সেইবার বাংলাদেশের সেলস ডেপুটি ম্যানেজার ও এইচবি অ্যাভিয়েশন চিটাগং ব্রাঞ্চের সিনিয়র ট্রেইনার মঞ্জুর মোর্শেদ।
এ সময় বিভিন্ন ট্রাভেল এজেন্সি, চট্টগ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, ঢাকা-চট্টগ্রামের এইচবির ট্রেইনার এবং টিম মেম্বাররা উপস্থিত ছিলেন।
অতিথিরা এ ধরনের ট্রেনিং প্রদান, ট্রেনিং পরবর্তী শিক্ষার্থীদের চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য এইচবি অ্যাভিয়েশনকে ধন্যবাদ জানান।
তারা বলেন, ‘চট্টগ্রামে অ্যাভিয়েশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে দক্ষ লোকের প্রচুর অভাব আছে। এইচবি অ্যাভিয়েশনের এ উদ্যোগে শুধু চাকরিপ্রার্থীদেরই উপকার হচ্ছে, বরং যারা দক্ষ কর্মীর অভাবে ভুগছিলেন; তাদেরও অনেক উপকার হচ্ছে।’
এইচবি অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টার ঢাকায় ২০১৮ সাল থেকে এয়ার টিকিটিং ও ট্রাভেল এজেন্সির ওপর প্রফেশনাল কোর্স করাচ্ছে। গত বছর আগস্ট মাসে চট্টগ্রামে তারা যাত্রা শুরু করে। দুই ব্র্যাঞ্চ মিলিয়ে ট্রেনিং শেষে দেশে ও দেশের বাইরে ৭ শতাধিক শিক্ষার্থী সফলভাবে চাকরি ও ব্যবসা করছেন।