২০২৪ সালের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। ভ্রমণপ্রেমীরা এখন ২০২৫ সালের ভ্রমণ পরিকল্পনার ছক কষছেন। তাঁদের জন্য লোনলি প্ল্যানেট তৈরি করেছে সেরা ১০ শহরের একটি তালিকা।
তুলুজ, ফ্রান্স
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর তুলুজ। একে ‘প্যারিসের অনুরূপ’ বলা হয়। তুলুজকে ফ্রান্সের কর্মচঞ্চল এবং দ্রুত উন্নয়নশীল শহরগুলোর একটি হিসেবে গণ্য করা হয়। অলিগলির এ শহরে রয়েছে অসংখ্য চিত্র গ্যালারি। এর সঙ্গে আছে সুস্বাদু খাবার। প্রাচীন যুগে রোমানরা এই এলাকা প্রতিষ্ঠা করেছিল।
পদুচেরি, ভারত
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরি। ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্য সৌন্দর্যের জন্য এ অঞ্চল দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। একসময় ফরাসি উপনিবেশ ছিল এই অঞ্চল। আজও এখানে ফরাসি স্থাপত্য ও ঐতিহ্যের প্রতিফলন দেখা যায়।
বান্সকো, বুলগেরিয়া
পুরো বছর ভ্রমণের জন্য জনপ্রিয় বুলগেরিয়ার বান্সকো শহর। তবে পর্যটকদের অনেকে শীতকালকে বেছে নেন এখানকার নান্দনিক রিসোর্টগুলোর জন্য। বিভিন্ন দেশের পেশাদার ফ্রিল্যান্সার এবং রোমাঞ্চকর পর্যটকদের পছন্দের শহর এই বান্সকো।
পিটার্সবার্গ, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক শহর হিসেবে পরিচিত পিটার্সবার্গ। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেলে গড়ে উঠেছে এই শহর। বর্তমানে পিটার্সবার্গ প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। এ শহরের আরেকটি অন্যতম আকর্ষণ স্থানীয় খাবার।
ওসাকা, জাপান
জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ওসাকা। দেশটির অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই শহর। সমৃদ্ধ সংস্কৃতি, আধুনিক স্থাপত্য ও সুস্বাদু খাবারের জন্য ওসাকা বিখ্যাত। ওসাকা ক্যাসল, ইউনিভার্সাল স্টুডিও ও ডোটনবোরির মতো আকর্ষণীয় স্থান রয়েছে শহরটিতে।
চিয়াং মাই, থাইল্যান্ড
থাইল্যান্ডের নির্জন অঞ্চল হিসেবে পরিচিত চিয়াং মাই। এখানে পর্যটকেরা হেঁটে ঘুরতে বেশি পছন্দ করেন। এ শহরে বছরে তিনটি জনপ্রিয় উৎসব অনুষ্ঠিত হয়। মূলত সেই সময়কে ঘিরে পর্যটকদের আগমন ঘটে চিয়াং মাইতে।
জেনোয়া, ইতালি
ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্য ইতালির জেনোয়া। এ শহরের লিগুরিয়ান পর্বত এবং নীলসমুদ্র পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাকে রাঙিয়ে তোলে। এ ছাড়া গোলকধাঁধার মতো অলিগলি শহরের অন্যতম আকর্ষণ।
পালমা দে ম্যালোরকা, স্পেন
স্পেনের ভূমধ্যসাগরের একটি দ্বীপ পালমা দে ম্যালোরকা। এটি দেশটির পুরোনো এবং জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। পালমা দে ম্যালোরকা নির্জন প্রাকৃতিক সৌন্দর্য আর চোখজুড়ানো সমুদ্রসৈকতের জন্য জনপ্রিয়।
কিউরিটিবা, ব্রাজিল
ব্রাজিলের পারানা রাজ্যের রাজধানী কিউরিটিবা। গত কয়েক বছরে এ শহর পর্যটকদের জন্য আরও উপযোগী করে তুলেছে স্থানীয় সরকার। ছোট-বড় হ্রদেঘেরা পুরো শহর হেঁটে দেখার জন্য বেশ জনপ্রিয়। এখানকার জাদুঘরেও পর্যটকদের বেশ ভিড় জমে।
এডমন্টন, কানাডা
ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল এবং ভবঘুরে শিল্পীদের শহর হিসেবে পরিচিত কানাডার এডমন্টন। শহরটি উত্তর আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া ও বিনোদনকেন্দ্র হিসেবে জনপ্রিয়। এ ছাড়া মানুষের ইতিহাস নিয়ে যাঁদের আগ্রহ—এখানে তাঁদের জন্য আছে ‘রয়্যাল আলবার্টা মিউজিয়াম’।
সূত্র: লোনলি প্ল্যানেট