শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

২০২৩ সালের সেরা আন্তর্জাতিক এয়ারলাইনস এমিরেটস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

আন্তর্জাতিক রুটে ২০২৩ সালের সেরা এয়ারলাইন্সের খেতাব পেল এমিরেটস এয়ারলাইন্স।

গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন্স অব দ্যা এয়ার -২০২৩’ এর এক অনুষ্ঠানে এ ঘোষণা করা হয়।

এসময় মধ্যপ্রাচ্যে ভিত্তিক এয়ারলাইন্সটিকে অ্যাওয়ার্ড তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বাংলাদেশ সরকার এই খাতের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, চট্টগ্রাম, সৈয়দপুর কক্সবাজার এয়ারপোর্ট উন্নয়নে কাজ চলছে। বাংলাদেশে এই খাতের উন্নয়নের কারণে বর্তমানে ৩২টি বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যতে আমরা এ খাতকে আরও এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, আজ যারা পুরস্কার পেলেন তাদের অভিনন্দন, যারা পাননি আমরা আশা করি ভবিষ্যতে তারা নিজেদের এয়ারলাইন্সের ফ্যাসিলিটি আরও বাড়াবেন। সবার প্রতি শুভ কামনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদূর রিহমান, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম, শেয়ার ট্রিপের কো-ফাউন্ডার ও সিইও সাদিয়া হক, দ্যা বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোট ১৬টি ক্যাটাগরিতে সেরা নির্বাচিতদের পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে সেরা বিজনেস ক্লাস এয়ারলাইন্স এমিরেটস, সেরা ইকোনমিক ক্লাসের এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেরা ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট এমিরেটস এয়ারলাইন, সেরা ইনফ্লাইট মিল (খাবার) বিজনেস ক্লাস কাতার এয়ারওয়েজ, সেরা ইনফ্লাইট মিল (খাবার) ইকোনমি ক্লাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেরা লয়ালিটি প্রোগ্রাম এমিরেটস, সেরা এয়ারপোর্ট লাউঞ্জ সিটি ব্যাংকের অ্যামেক্স লাউঞ্জ, সেরা রিজিয়নাল এয়ারলাইন্স ভিস্তারা, সেরা লং হউল এয়ারলাইন্স এমিরেটস, সেরা বাজেট এয়ারলাইন্স ইন্ডিগো, সেরা অন-টাইম পারফরম্যান্স (ডমেস্টিক) নভোএয়ার, সেরা কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন্স (ডমেস্টিক) ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেস্ট ইনফ্লাইট সার্ভিস (ডমেস্টিক) এয়ার অ্যাস্ট্রা, ডমেস্টিক এয়ারলাইন্স অব দ্যা ইয়ার ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেস্ট কার্গো এয়ারলাইন্স কাতার এয়ার এবং এয়ারলাইন্স অব দ্যা ইয়ার-২০২৩ পেয়েছে এমিরেটস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com