২০২০ সালটা বিমানশিল্পের জন্য একেবারই ভাল যায়নি ৷ করোনার জেরে ব্যবসা কমে গিয়েছে অনেকাংশেই ৷ ভাল অবস্থা নেই ২০২১-এও ৷ এয়ারবাস-৩৮০-র মতো ‘ডাবল ডেকার’ বিমানগুলি পরিষেবা থেকে সরিয়ে নিয়েছে অধিকাংশ বিমানসংস্থাই ৷ গত দেড় বছরে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বিশ্বের সব বিমানসংস্থাকেই ৷ এরই মধ্যে ২০২১-এর সেরা বিমানসংস্থাদের তালিকা প্রকাশ করল AirlineRatings.com ৷ প্রত্যাশিতভাবেই প্রথম ২০-র মধ্যে জায়গা পায়নি কোনও ভারতীয় বিমানসংস্থাই ৷ এ বছরও সেরার সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছে কাতার এয়ারওয়েজ ৷ একনজরে দেখে নিন র্যাঙ্ক তালিকা ৷ Photo: AFP

১. কাতার এয়ারওয়েজ

২. এয়ার নিউজিল্যান্ড

৩. সিঙ্গাপুর এয়ারলাইন্স

৪. কোয়ান্টাস

৫. এমিরেটস

৬. ক্যাথে প্যাসিফিক

৭. ভার্জিন অ্যাটলান্টিক

৮. ইউনাইটেড এয়ারলাইন্স

৯. ইভা এয়ার

১০. ব্রিটিশ এয়ারওয়েজ