1. [email protected] : চলো যাই : cholojaai.net
১৫ লাখ আন্তর্জাতিক পর্যটক পেয়েছে কাতার
শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

১৫ লাখ আন্তর্জাতিক পর্যটক পেয়েছে কাতার

  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১৫ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে কাতার। বিষয়টিকে এখন দেশটির পর্যটন কৌশলের ধারাবাহিক অগ্রগতির ফল হিসেবে দেখা হচ্ছে। 

এ সময় আন্তর্জাতিক দর্শনার্থী প্রাপ্তিতে মূল চালিকাশক্তি ছিল একাধিক ইভেন্ট। যার মধ্যে রয়েছে ওয়েব সামিট কাতার, দোহা জুয়েলারি ও ঘড়ি প্রদর্শনী এবং কাতার আন্তর্জাতিক খাদ্য উৎসবের মতো আন্তর্জাতিক ইভেন্ট।

অবশ্য মার্চে শেষ হওয়া প্রান্তিকে আন্তর্জাতিক পর্যটক উপস্থিতির এ সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় কিছুটা কম। ওই সময় দেশটিকে ভ্রমণ গন্তব্য হিসেবে বেছে নেন ১৬ লাখ দর্শনার্থী।

কাতারে আসা দর্শনার্থীদের মধ্যে ৩৬ শতাংশ ছিল গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর। এরপর ইউরোপ থেকে ২৮ শতাংশ ও এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে ২০ শতাংশ, যা কাতারের বৈচিত্র্যপূর্ণ বাজারে ক্রমবর্ধমান সম্প্রসারণ নির্দেশ করে বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com