1. [email protected] : চলো যাই : cholojaai.net
১০ মিনিট আকাশে উড়ল পাইলটবিহীন ফ্লাইট, ক্যাপ্টেন তখন বাথরুমে
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

১০ মিনিট আকাশে উড়ল পাইলটবিহীন ফ্লাইট, ক্যাপ্টেন তখন বাথরুমে

  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫

দশ মিনিট আকাশে উড়ল পাইলটবিহীন বিমান, ক্যাপ্টেন ছিলেন বাথরুমে গত বৃহস্পতিবার (১৫ই মে) এক স্প্যানিশ তদন্ত সংস্থার প্রতিবেদনে উঠে আসে এ ঘটনার বিস্তারিত বিবরণ। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে লুফথানসারের একটি যাত্রীবাহী ফ্লাইটে এই ঘটনা ঘটে। যেখানে যাত্রী ছিল প্রায় ২০০ জনেরও বেশি।

বিমানটির ককপিটে পাইলটের সাথে ছিলেন ৩৮ বছর বয়সী মাত্র একজন ফার্স্ট অফিসার। ফ্লাইট চলাকালীন সময়ে একপর্যায়ে ক্যাপ্টেন বাথরুমে যান। সে সময় ফার্স্ট অফিসার হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অর্থাৎ, তখন ককপিটে আসলে কেউ সক্রিয় ছিলেন না।

স্প্যানিশ তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটটি স্প্যানিশ সীমান্তে প্রবেশের আগে পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। যাত্রা শেষের প্রায় আধ ঘণ্টা বাকি থাকতেই ক্যাপ্টেন বাথরুমে যান। পাইলটের ভাষ্য অনুযায়ী, সে সময় তিনি ফার্স্ট অফিসারকে সম্পূর্ণ সুস্থ দেখেছিলেন। কিন্তু ৮ মিনিট পর যখন ক্যাপ্টেন বাথরুম থেকে ফিরে আসেন, তখন ককপিটের দরজা খুলছিল না। পাঁচবার কোড দিয়ে চেষ্টা করেও দরজা খুলতে পারেননি তিনি। একজন ফ্লাইট অ্যাটেনডেন্টও এসময় ইন্টারকমে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ককপিট থেকে কোনো সাড়া মেলেনি।

শেষমেশ ক্যাপ্টেন জরুরি কোড ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করেন। এর আগেই ফার্স্ট অফিসার কিছুটা সুস্থ হয়ে দরজা খুলে দেন। তখন সেই ফার্স্ট অফিসারের মুখ ছিল ফ্যাকাশে, শরীর ছিল ঘামে ভেজা, এবং তার আচরণে অস্বাভাবিকতা দেখা যায়।

সে সময় তাকে দ্রুত সাহায্য করতে এগিয়ে আসেন কেবিন ক্রু ও বিমানে থাকা এক যাত্রী চিকিৎসক। ক্যাপ্টেন তখন বিমানের দিক ঘুরিয়ে মাদ্রিদে জরুরি অবতরণ করেন। অবতরণের পর, অসুস্থ ফার্স্ট অফিসারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তার আচমকা অসুস্থতার পেছনে কাজ করেছে একধরনের স্নায়বিক সমস্যা।

স্প্যানিশ তদন্ত সংস্থার তদন্তকারীরা জানান, এ ধরনের সমস্যা আগে থেকে অনুমান করা কঠিন, যদি না আগে উপসর্গ দেখা যায়। এই ঘটনা সামনে আসার পর স্পেনের বিমান চলাচল কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সিকে সুপারিশ করেছে যেন ভবিষ্যতে কোনো বিমানেই ফ্লাইট ডেকে (ককপিটে) একজন পাইলটকে একা রাখা না হয়।

এই ঘটনাটি শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয়, মানবিক ও নিরাপত্তাজনিত প্রশ্নও সামনে এনেছে মানব সমাজের কাছে। বিমানের মতো জটিল এক যানে, একজন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কী পরিণতি হতে পারে, এই ঘটনা তার একটি উদাহরণ হয়ে রইল। এই ঘটনায় কেউ হতাহত না হলেও, সম্ভাবনা ছিল এক ভয়াবহ দুর্ঘটনা ঘটার যা এ ধরনের পরিস্থিতিকে অবহেলা না করে সতর্কতা অবলম্বন করার বার্তা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com