২০২৪ সালে রেকর্ড সংখ্যক ভিসা বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়া। জানা গেছে, ইপিএসের আওতাধীন ভিসার কোটা নির্ধারণ করে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। স্থানীয় সংবাদ মাধ্যম দি কোরিয়ান ইকোনমিক ডেইলি দেশটির কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
জানা যায়, দেশীয় শিল্পে ক্রমবর্ধমান শ্রমিকের ঘাটতি মোকাবিলায় দক্ষিণ কোরিয়া আগামী বছর বিভিন্ন দেশ থেকে কর্মী নিতে এ ভিসা দিবে। কোম্পানির মালিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইপিএসের ইতিহাসে সবচেয়ে বেশি নতুন ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে দেশটি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিসে গত ২১ নভেম্বর ইপিএসের আওতায় অভিবাসী শ্রমিকের সংখ্যা নির্ধারণ করা হয়।
নির্ধারিত অভিবাসী শ্রমিকের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৫৩০ জন নতুন কর্মী ও বাকি ২১ হাজার ৪৬০ জন কমিটেড কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে উৎপাদন শিল্পে ৯৫ হাজার, কৃষি খাতে ১৬ হাজার এবং অন্যান্য প্রয়োজনীয়তা অনুযায়ী সর্বমোট ১ লাখ ৬৫ হাজার কর্মী নিয়োগ পাবেন। এবারের ইপিএস কর্মীরা নতুন নতুন সেক্টরে চাকরি করার সুযোগ পাবেন। এর মধ্যে রেস্টুরেন্ট সেক্টর, কফিশপ, কনস্ট্রাকশন সেক্টর, সেবা খাত সহ বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট সেক্টর উল্লেখযোগ্য।
দক্ষিণ কোরিয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য মতে, ই-৯ ভিসার মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে অভিবাসী শ্রমিকদের কোটা প্রতিবছরই বৃদ্ধি করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে অপেশাদার কর্মীদের জন্য ই-৯ ভিসা আগের বছরের তুলনায় প্রায় ৩৭.৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ২০০৪ সালে থেকে দেশটি ছোট এবং মাঝারি আকারের উদ্যোক্তাদের কর্মীর চাহিদা পূরণে এ ভিসা দিয়ে আসছে। যেসব খাতে কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে উৎপাদন শিল্পে ৯৫০০০ জন,কৃষি খাতে ১৬০০০ জন, নির্মাণ শিল্পে ৬০০০ জন, মৎস্য খাতে ১০০০০ জন,জাহাজ শিল্পে ৫০০০ জন, সেবা খাতে ১৩০০০ জন এবং অন্যান্য প্রয়োজনীয়তা অনুযায়ী ২০০০০ জনসহ সর্বমোট ১ লাখ ৬৫ হাজার কর্মী নিয়োগ করা হবে নতুন বছরে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিসে গত ২১ নভেম্বর অনুষ্ঠিত সভায় জানায়, ১৬টি দেশের শ্রমিকদের জন্য অভিবাসী শ্রম নীতি নির্ধারণ কমিটির বৈঠকে ২০২৪ সালে কোরিয়াতে অভিবাসী শ্রমিকের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।