আপনি নিশ্চয়ই কখনো না কখনো কোথাও বেড়াতে গিয়ে হোটেলে থেকেছেন। সেখানেও হয়তো আপনার ঘরের চারটি দেওয়াল রয়েছে। কিন্তু এমন কোথাও গিয়ে দেখলেন যেখানে সে হোটেলের না আছে ছাদ, বা কোন দেওয়াল? তাহলে কেমন হবে! আপনি নিশ্চয়ই ভাবছেন এটা কোন গল্প! কিন্তু এমন হোটেল বাস্তবেও রয়েছে। এর জন্য আপনাকে সুইজারল্যান্ড পাড়ি দিতে হবে।
তবুও এই হোটেলটিতে থাকার জন্য পর্যটকরা চাতক পাখির মত হাঁ করে থাকেন। জেনে অবাক হবেন, চলতি বছরের জন্য হোটেলটি ইতিমধ্যেই বুকিং হয়ে গিয়েছে। পাহাড়ের কোলে নীলচে আকাশের নিচে রাত কাটানো এই হোটেলের অন্যতম মূল আকর্ষণ। হোটেলের অতিথিদের সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য উপস্থিত থাকেন কর্মীরা।
তবে যেহেতু এই হোটেলটির মাথার উপরে কিছুই নেই, ফলে আবহাওয়ার খবর সম্পর্কে অবগত থাকার জন্য একটি টেলিভিশন রয়েছে। তবে মজার বিষয় হলো, এই হোটেলটিতে কোন শৌচালয় নেই। তাই প্রকৃতির ডাকে সাড়া দিতে পাহাড়ের কোল বেয়ে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয় সাধারণ শৌচালয়ে।
তাছাড়া ঝড়বৃষ্টির আশঙ্কা তো রয়েছেই। খারাপ আবহাওয়ার পূর্বভাস থাকলে অল্প সময়ের জন্য হোটেল বুকিং বাতিল করে দেওয়া হয়। এরপরেও হোটেলটির নাকি এক রাতের জন্য ভাড়া প্রায় ২২ হাজার টাকা। এত অসুবিধা হওয়া সত্ত্বেও প্রতিবছর কয়েক লক্ষ মানুষ অপেক্ষা করে থাকেন এই হোটেলে রাত্রি বাস করার জন্য। আর এটিই তাদের সাফল্য বলে মনে করেন হোটেলের মালিক ফ্র্যাঙ্ক এবং প্যাট্রিক।
জুমবাংলা নিউজ