বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

হোটেল গোল্ডেন ডিয়ার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

সুন্দর ও মনোরম পরিবেশে দেশী ও বিদেশী অতিথিদের উন্নত থাকা ও খাওয়ার ব্যবস্থা নিয়ে ২০০০ ইং সালে প্রতিষ্ঠিত হয় “Hotel Golden Deer Ltd.”

লোকেশন: গুলশান ২নং মসজিদ থেকে ২০০ গজ পশ্চিমে গুলশান লেকের পাড়ে হাতের বাম পাশে অবস্থিত।

ঠিকানা হচ্ছে- রোড # ৩৫/এ, (Lake Side) বাড়ি # ৩১/এ, গুলশান-২, ঢাকা-১২১২।

ফ্লোর: এই হোটেলে মোট পাঁচটি ফ্লোর রয়েছে। প্রতি ফ্লোরে ২৪ থেকে ২৫ টি রুম আছে। এছাড়া হোটেলের সব রুমেই এসি সুবিধা রয়েছে। বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের মাধ্যমে এসি চালানো হয়। এই হোটেলে সরকারী বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। এছাড়া এই হোটেলে দুটি বিকল্প বিদ্যুৎ সংযোগ আছে। এই হোটেলের নিজস্ব জেনারেটর ব্যবস্থা আছে। পূর্ব দক্ষিন কোনে লিফট রয়েছে। হোটেলের রুমভাড়ার তালিকা দেওয়া হল।

 

Room Type

USD

Super Deluxe

US$ 120+T

Delux Single

US$ 100+T

Suite

US$ 130+T

Standard Single

US$ 80+T

All rates are subject to 15% vat. Corporate discounts are available

অনুসন্ধান ডেস্ক: হোটেলের নিচ তলায় অনুসন্ধান ডেস্ক অবস্থিত। সার্বক্ষনিক দুজন অতিথিদের সেবায় নিয়োজিত থাকে।

যোগাযোগ ব্যবস্থা হচ্ছে

ফোন: ৯৮৮০৮৬৬, ৯৮৮১০৯৩, ৯৮৯৩২২৫, ৯৮৮৪৩০২, ৯৮৮২৬৪১, ৯৮৮৬৮৯২, ৮৮১২৪৪৩

ফ্যাক্স: ৮৮০-২-৮৮২৬২৫৯

ই-মেইল: [email protected][email protected]

ওয়েব: www.goldendeerbd.com

এর প্রতিটি ফ্লোরে ৪ থেকে ৫ জন রুম সার্ভিস আছে। ব্রেক ফাস্ট, লাঞ্চ, ডিনার, বুফে লাঞ্চরুম ভাড়ার সাথে যুক্ত না। এর জন্য অতিথিদের আলাদা চার্জ দিতে হবে।

Hotel Golden Deer এর প্রধান কোন মেন্যু নেই। বোর্ডারদের চাহিদা মাফিক মেন্যু তৈরী করা হয়।

যেমনঃ

ব্রেক ফাস্ট

লাঞ্চ/ডিনার

বুফে

১৫০০ থেকে

৩৫০০/- পর্যন্ত

৩৮০০ থেকে

৫৫০০/- পর্যন্ত

৪৫০০ থেকে

৮৭০০/- পর্যন্ত।

  • Hotel Golden Deer –এ সুইমিংপুল, জিম, হেলথ ক্লাব, ইনডোর, আউটডোর গেমস নেই।
  • বিনোদনের জন্য টিভি, পত্রিকার ব্যবস্থা রয়েছে। এর জন্য বাড়তি চার্জ দিতে হয় না।
  • এই হোটেলে রেডিসন, গলফের কোনো ব্যবস্থা নেই। যদি কোনো বোর্ডার এই ধরনের সুবিধা পেতে চায় তার জন্য চার্জ দিতে হবে।
  • Hotel G.D এর রুম পেতে হলে ১০ দিন আগে বুকিং দিতে হবে। ৫০% অগ্রীম দিতে হবে। বিদেশী বোর্ডারদের ক্ষেত্রে একই নিয়ম। কিন্তু বিদেশী বোর্ডারদের অগ্রীম রির্জাভেশন পেতে হলে প্রয়োজনীয় কাগজ পত্র সাথে আনতে হবে।
  • এখানে শীত সিজনে বেশী ভির হয়ে থাকে। সেক্ষেত্রে ১ মাস আগে রির্জাভেশন দিতে হয়।
  • এখানে একটি কমনরুম আছে। যার ধারন ক্ষমতা প্রায় ৫০ জন।
  • সোনারগাঁও হোটেলে সাঁতার শেখার ব্যবস্থা আছে। কিন্তু এখানে সাঁতার শেখার ব্যবস্থা নেই।
  • এই হোটেলের বিল পরিশোধের ক্ষেত্রে ক্যাশ, ক্রেডিট কার্ড, ডলার, ইউরো পাউন্ড প্রযোজ্য।
  • এখানে ফরেন মানি এক্সচেইঞ্জের ব্যবস্থা নেই।
  • এখানে প্রতিটি ফ্লোরের উত্তর পশ্চিম কোনে ফায়ার এক্সিটের পথ রয়েছে। এই হোটেলের অগ্নি নির্বাপনের ২৪টি সিলিন্ডার আছে।
  • এই হোটেলে সভা, সেমিনার, মেলা, প্রদর্শনী, সংবাদ সম্মেলনের ব্যবস্থা নেই।
  • এই হোটেলে স্কোয়াশ, টেনিস ইত্যাদির ব্যবস্থা নেই।
  • বোর্ডারদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের ব্যবস্থা রয়েছে।
  • ভি,আই,পি ব্যক্তিদের জন্য বিশেষ রুমের ব্যবস্থা রয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
  • বোর্ডারদের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য Hotel Golden Deer-এর নিজস্ব পরিবহন আছে। তাদের দুটি NOAH গাড়ি আছে এবং ২টি ড্রাইভার আছে। দূরত্ব ও দিনভেদে ভাড়া তবে তা আলোচনা সাপেক্ষে করা হয়।
  • এই হোটেল এয়ারপোর্ট থেকে বোর্ডার আনা নেয়া করে থাকেন। এর জন্য বোর্ডারের আলাদা চার্জ প্রদান করতে হয়।
  • এই হোটেলের পরিচিত রেন্ট-এ-কার কোম্পানীর ব্যবস্থা আছে। ২৪ ঘন্টার জন্য ভাড়া নেওয়া যায় এবং এর বেশী সমও ভাড়া নেওয়া যায়। আলোচনার মাধ্যমে ভাড়া ঠিক করতে হয়।
  • Hotel Golden Deer-এর বাইরে কোথাও বেড়াতে গেলে নিজস্ব গাইড সরবারহের ব্যবস্থা আছে। এর জন্য আলাদা চার্জ দিতে হয়। রুম ভাড়ার সাথে চার্জ সংযুক্ত না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com