ফ্রান্সের টি.এফ-ওয়ান টেলিভিশনে এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী আত্তাল জানান, স্কুলে ঢোকার পর কোন শিক্ষার্থীর ধর্মপরিচয় বোঝা যায় এমন পোশাক পরা উচিৎ হবে না। গ্রীষ্মের ছুটি শেষ হাবার আগে আগামী সেপ্টেম্বরের চার তারিখ থেকে এই আইনটি কার্যকরের প্রস্তুতি চলছে বলে ইঙ্গিত দেন তিনি।
এধরণের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ জানিয়ে দ্য ফ্রেঞ্চ কাউন্সিল ফর মুসলিম ফেইথের দাবি, ধর্মীয় পরিচয় বহন করে না আবায়া।
এরআ গে, ফ্রান্সের স্কুলগুলোয় ২০০৪ সালে হিজাব ও ২০১০ সালে সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা নিষিদ্ধ করা হয়েছে।