হানিমুনের জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন সেন্ট–মার্টিন দ্বীপ। নির্জনে নতুন জীবনসাথীকে একান্ত ভাবে সময় দেওয়ার জন্য এই দ্বীপটি একটি আদর্শ জায়গা। সেন্ট–মার্টিনের দক্ষিণ প্রান্ত আছে সায়ারী ইকো রিসোর্ট। নব দশতিকের জন্য এই রিসোটে আছে বিশেষ প্যাকেজ। ঢাকা–সেন্টমাটিন– ঢাকা ৪ রাত ৩ দিন ২ জনের হানিমুন প্যাকেজ। প্যাকেজ মূল্য ২ জনের ৩০,০০০টাকা ঢাকা থেকে টেকনাক। তারপর জাহাজের আপার ডেকে সেন্ট–মার্টিন। সায়ারি ইকো রিসোর্টে রাত্রীযাপন, ৩ বেলা খাবার ইকো রিসোটে রাত্রি যাপন। বারবিকিউ ডিনার, ক্যান্ডেল লাইট ডিনার, ছেড়াদ্বীপ ভ্রমন এবং স্কুবা ডাইভিং প্যাকেজের অন্তর্ভুক্ত।
বিয়ের পর অন্তরঙ্গ মূহর্তে একজন অন্যজনকে একান্ত আপন করে পাওয়ার জন্য প্রয়োজন হানমিুর ট্যুরের। প্রিয়জনের প্রতি এমন আবেদন জীবন সঙ্গীর থাকতেই পারে। তাই শুধুমাত্র দুজনে মিলে ঘুরে আসতে পারেন দেশের মধ্যে কোন জায়গায়। ইদানিং নব-দম্পতিদের হানিমুনে যাওয়ার প্রবণতা বেড়েছে। ঢাকার কাছাকছি গাজীপুরে বেশ কিছু রিসোর্ট গড়ে উঠেছে। একটি দিন আর রাত নিজেদের মতো করে কাটাতে পারেন দুজনে মিলে। তাইতো গাজীপুরে ছুটির দিনগুলোতে জায়গা পাওয়া মুশকিল হয়ে পড়ে। এজন্য আগে থেকে বুকিং করে যাওয়াই ভাল। দেশের মধ্যে কক্সবাজর, রাঙামাটি, বান্দরবন সেন্টমার্টিন, কুয়াকাটা, সুন্দরবন, সিলেটরে মনোরম পরিবেশে দুজনে মিলে সময় কাটাতে পারেন। আসলে স্বামী এবং স্ত্রী একসাথে ঘুরতে যাওয়াটা খুবই জরুরী।