সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন

স্বচালিত ট্রেনের সফল পরীক্ষা

  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

১০ হাজার ৮০০ টন মালামাল নিয়ে স্বচালিত একটি ট্রেনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে চীন। চায়না এনার্জির অধীনে উত্তর চীনের হবেই প্রদেশের শৌহুয়াং রেলওয়ে ডেভেলপমেন্ট সফল এ পরীক্ষা চালায়।

শুয়োচৌ-হুয়াংহুয়া বৈদ্যুতিক রেলওয়েতে ট্রেনটি আড়াই ঘণ্টায় হবেই থেকে শানতোংয়ের তোংইয়িং স্টেশনে পৌঁছায়।

১০৮টি বগিযুক্ত ট্রেনটির দৈর্ঘ্য ১৩০০ মিটার। স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের যাবতীয় পর্যায়ে ট্রেনটি সফলতা অর্জন করেছে। এতে অটোমেটিক ড্রাইভিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সফল ব্যবহার দেখা গেছে।

রিমোট কন্ট্রোল কনসোলের মাধ্যমে বাস্তব সময়ে ট্রেনটির গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। আবার চালকহীন চলাচলের পাশাপাশি স্টেশন নিয়ন্ত্রণের নানা প্রযুক্তিও পরীক্ষা করা হয়েছে এতে।

সূত্র : রয়টার্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com