বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

স্পেনের ক্যানারি দ্বীপে এক দিনে পৌঁছেছেন ৪৫২ অভিবাসী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সাতটি নৌকায় মোট ৪৫২ জন অনিয়মিত অভিবাসী স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। দেশটির সংবাদমাধ্যম ইএফই এই তথ্য নিশ্চিত করেছে। এসব নৌকায় থাকা অভিবাসীদের এল হিয়েরো ও গ্রান ক্যানারিয়া দ্বীপে নিরাপদে নামিয়ে দিয়েছে স্প্যানিশ ম্যারিটাইম রেসকিউ সার্ভিস।

সাতটি নৌকার মধ্যে প্রথমটি শনিবার সকালে ক্যানারির লা গোমেরার দক্ষিণে সান্তিয়াগো সমুদ্র সৈকতে এসে পৌঁছায়। এতে একজন অপ্রাপ্তবয়স্ক ও তিন নারীসহ ৩৮ জন অভিবাসী ছিলেন।

দ্বিতীয় নৌকাটি ৫২ জন অভিবাসী নিয়ে গ্রান ক্যানারিয়ার দক্ষিণে আনফি দেল মার উপকূলের ৫ দশমিক ৫ কিলোমিটার দূরে পৌঁছায়। একই দিন রাত সাড়ে ৯টায় আরেকটি নৌকা ৫৬ জন অভিবাসী নিয়ে ক্যানারিতে আসে। তাদের সবাইকে টহল বোটের মাধ্যমে উদ্ধার করে এল হিয়েরো দ্বীপে নেওয়া হয়।

স্প্যানিশ ম্যারিটাইম রেসকিউ সার্ভিস বলেছে, সাতটি নৌকার মধ্যে একটিতে ৭৭ জন অভিবাসী ছিলেন। এছাড়া দুটি নৌকায় যথাক্রমে ৭০ জন ও ৭৩ জন অভিবাসী ছিলেন, যারা স্পেনের উপকূলে নিরাপদে পৌঁছাতে সক্ষম হন।

২০২৫ সালে ক্যানারিতে অভিবাসীদের আগমন অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারির শেষে মাত্র দুই দিনের মধ্যে প্রায় ৬১৮ জন অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ৪ হাজার ৭৫২ জন অনিয়মিত অভিবাসী ৭২টি নৌকায় ক্যানারির বিভিন্ন উপকূলে পৌঁছেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৬ শতাংশ কম।

গত বছর মোট ৪৭ হাজার অভিবাসী ক্যানারিতে আশ্রয় নিয়েছেন; যা এই ছোট আটলান্টিক দ্বীপপুঞ্জের জন্য নজিরবিহীন। কয়েক মাস ধরে, দ্বীপপুঞ্জটির অভ্যর্থনা ব্যবস্থা চাপে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com