আইইএলটিএস কিংবা টোয়েফল ছাড়াই বিনা মূল্যে স্কালারশিপ দিচ্ছে থাইল্যান্ডের সিরিনধর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এসআইআইটি)। স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রিধারী আন্তর্জাতিক সব শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
অধ্যয়নের ভাষা হবে ইংরেজি। এতে স্নাতকোত্তর ডিগ্রির সময়কাল ২ বছর এবং পিএইচডি ডিগ্রিতে লাগবে ৩ বছর। আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দিতে হবে না কোনো আবেদন ফি।
এসআইআইটি থাইল্যান্ডের কেন্দ্রস্থলে অবস্থিত দেশটির শীর্ষস্থানীয় থমাসাত বিশ্ববিদ্যালয়ের অধীন একটি আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি দেবে;
*শিক্ষাগত সহায়তা ফি (সম্পূর্ণ থিসিস সাপোর্ট);
*মাসিক/জীবন ভাতা প্রদান করবে;
*বিমানে আসা-যাওয়ার খরচ;
*ভিসা ফি, এয়ারপোর্ট ট্যাক্স;
*স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা সুবিধা দেবে;
প্রয়োজনীয় কাগজপত্র
*স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতকে সিজিপিএ ন্যূনতম ২.৭৫ থাকতে হবে;
*পিএইচডির জন্য স্নাতকোত্তরে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;
*জীবনবৃত্তান্ত (সিভি);
*পরিকল্পিত উদ্দেশ্যবিবরণী (ন্যূনতম এক পৃষ্ঠা);
*অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৫;