বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

স্কলারশিপ নিয়ে স্নাতক করুন কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে কানাডা বর্তমানে উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য। দেশটির শিক্ষার মান, স্কলারশিপের সুযোগ, সাশ্রয়ী টিউশন ফি, আবাসন সুবিধা ও শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগসহ নানা সুবিধা কানাডাকে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। এসব কারণে উচ্চশিক্ষার জন্য প্রতিবছর বাংলাদেশের অনেক শিক্ষার্থী কানাডায় যান। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সহজ করে তোলে।

কানাডার অনেক স্কলারশিপের মধ্যে জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে ইয়র্ক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৫।

ইয়র্ক বিশ্ববিদ্যালয় কানাডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। দেশটির সবচেয়ে প্রাণবন্ত শহর টরন্টো, অন্টারিওতে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। ইয়র্ক বিশ্ববিদ্যালয় একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট, যা বিশ্বব্যাপী কানাডার বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত।

সুযোগ-সুবিধা

*প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল স্কলারশিপ অব এক্সিলেন্সের আওতায় ৪৫ হাজার ডলার করে প্রদান করবে। এ ছাড়া টেন্ডান্ডা ভায়া অ্যাওয়ার্ডের আওতায় ৩০ হাজার ডলার করে প্রদান করবে;

*মোট ৪ বছর স্কলারশিপ দেয়া হবে;

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে অধ্যয়ন করতে পারবেন;

আবেদনের যোগ্যতা

*কানাডায় পড়াশোনার জন্য স্টাডি পারমিট পাওয়া একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*২০২৫ সালের ফল সেমিস্টারে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি স্নাতক ডিগ্রি প্রোগ্রামে আবেদন করতে ও ভর্তির সুযোগ পেতে হবে;

*উচ্চ মাধ্যমিক পাস হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*নেতৃত্বের গুণাবলি থাকতে হবে;

*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে;

*রিকমেন্ডেশন লেটার;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৫;

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com