বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
Uncategorized

স্কলারশিপ দিচ্ছে সৌদির কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১

মুসলিম দেশসমূহের শিক্ষার্থীদের প্রতিবছরই উচ্চ শিক্ষার সুযোগ দিয়ে থাকে সৌদি আরব। এবার বিভিন্ন মুসলিম দেশ থেকে শিক্ষার্থীদের স্কলারশিপে মাস্টার্স ডিগ্রির সুযোগ দিচ্ছে সৌদি আরবের খ্যাতনামা কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীর জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশি শিক্ষার্থীরাও এখানে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন।

তাহলে জেনে নিন বিশ্ববিদ্যালয়ের কোন কোন অনুষদের অধীনে মাস্টার্সের শিক্ষার্থীরা এ স্কলারশিপ পাবেন-

ফ্যাকাল্টিসমূহ

এম এস ইন এস্টোনোমি এম এস ইন কেমিস্ট্রি এম এস ইন মেরিন বায়োলজি এম এস ইন মেরিন কেমিস্ট্রি এম এস ইন মিনিং ইঞ্জিনিয়ারিং এম এস ইন এনভায়রনমেন্টাল সাইন্স এম এস ইন ইনফরমেশন সিস্টেম এম এস ইন আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং এম এস ইন ইএলএম এনএএফএস মেল এম এস ইন ইংলিশ মেল এম এস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এম এস ইন বায়োলজি এম এস ইন বায়োক্যামেস্ট্রি এম এস ইন ম্যাথমেটিকস এম এস ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ওয়াটার ডেসালিনাশন টেকনোলোজি) এম এস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এম এস ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এম এস ইন অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং এম এস ইন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এম এস ইন ল্যান্ড এগ্রিকালচার এম এস ইন মেট্রোলজি এম এস ইন হাইড্রোলজি অ্যান্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এম এস ইন কম্পিউটার সাইন্স এম এস ইন ইনফরমেশন টেকনোলজি এম এস ইন এরাবিক ল্যাঙ্গুয়েজ এম এস ইন আর্কিটেকচার এম এস ইন মেরিন জুওলজি এম এস ইন মেরিন ফিজিক্স এম এস ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এম এস ইন সোসিওলজি ৩১ এম এস ইন ইসলামিক ল অ্যান্ড স্টাডিজ এম এস ইন সাইকোলজি এম এস ইন ফিজিক্স এম এস ইন ইনফরমেশন সায়েন্স এম এস ইন স্ট্যাটিস্টিকস এম এস ইন অ্যাকাউন্টিং এম এস ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এম এস ইন ইকোনমিক্স এম এস ইন হিস্টোরি এম এস ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এম এস ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এম এস ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস এম এস ইন ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং

স্কলারশিপ টাইপ: ফুল স্কলারশিপ

বিশ্ব র‌্যাংকিং: ২০১-২০৫

এপ্লিকেশনের জন্য যা যা প্রয়োজন

১) পাসপোর্ট ২) বায়োডাটা ৩) অনার্স সার্টিফিকেট, মার্কশিট ৪) স্টেটমেন্ট প্রোপোসাল ৫) ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ৬) ছবি ৭) রিকোমেন্ডেশন লেটার দুটি ৮) এক্সট্রা পেপারস (যদি থাকে)

স্কলারশিপ বেনিফিট

ফুল স্কলারশিপ (টিউশন/হোস্টেল/ফুড+স্টাইপেন্ড (মাসিক)+এয়ার টিকেট)

এপ্লিকেশন লিংক

এখানে ক্লিক করুন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com