1. [email protected] : চলো যাই : cholojaai.net
সৌদিয়া এয়ারলাইনসের নতুন ১১ গন্তব্য
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বপ্নভঙ্গের হতাশা আর আতঙ্কে যুক্তরাষ্ট্রে বিদেশী শিক্ষার্থীরা ইমিগ্রেশনের সময় এই ৭ কথা ভুলেও বলবেন না, ভেস্তে যেতে পারে ভ্রমণ চীনে বাড়ছে নারীদের আবাসিক ক্লাব, পুরুষ প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাইল্যান্ড ভ্রমণে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবেন পর্যটকেরা ছুটি হোক কর্মক্ষমতা বাড়ানোর চাবিকাঠি কেবিন ক্রুদের ধর্মঘটে এয়ার কানাডার সব ফ্লাইট স্থগিত ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র আগামী বছর ভালুকায় চালু হচ্ছে পাঁচ তারকা হোটেল ‘ম্যারিয়ট’ ঘুরতে গেলে বাজেট শেষ? কয়েকটি টিপসেই মিলবে সমাধান ইউরোপে ‘অবাধ্য’ পর্যটকদের গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা

সৌদিয়া এয়ারলাইনসের নতুন ১১ গন্তব্য

  • আপডেট সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বের অন্যতম ভ্রমণ গন্তব্য হিসেবে তৈরি হওয়ার জন্য সৌদি আরবের ভিশন ২০৩০-এ প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন পরিকল্পনা। কিছুদিন ধরে ভিসা নীতিতে বেশ জোর দিচ্ছে দেশটি। পর্যটক বাড়াতে ভারত ও চীনের সঙ্গে এরই মধ্যে চুক্তি করেছে তারা। এবার কর্তৃপক্ষ বিশেষ নজর দিয়েছে সৌদিয়া এয়ারলাইনসের গন্তব্য বাড়াতে। বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা সরাসরি সৌদি আরবে প্রবেশ করতে পারেন। সম্প্রতি সৌদিয়া এয়ারলাইনস ১১টি নতুন গন্তব্যে সৌদি আরব থেকে সরাসরি বিমান পরিষেবা যোগ করার ঘোষণা দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা, ইন্দোনেশিয়ার বালি, মিসরের এল-আলামেইন, ইতালির ভেনিস, সাইপ্রাসের লারনাকা, গ্রিসের অ্যাথেন্স ও হেরাকলিওন, ফ্রান্সের নিস, স্পেনের মালাগা, তুরস্কের আনাতোলিয়া ও ওমানের সালালাহ।

গত বছর সৌদিয়া এয়ারলাইনসের আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা ১৬ শতাংশ বাড়ে। এরপর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে সরাসরি সৌদি আরবে যাত্রীদের নিয়ে আসার এমন উদ্যোগের ঘোষণা দেওয়া হলো। এই ঘোষণা এয়ারলাইনসটির বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।

সৌদি আরব থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ দেশটির জাতীয় পর্যটন পরিকল্পনার অংশ। এর লক্ষ্য হলো, ২০৩০ সালের মধ্যে ১৫০ মিলিয়ন পর্যটক আকর্ষণ এবং ১ দশমিক ৬ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি করা। তা ছাড়া পরিকল্পনার আরেকটি উদ্দেশ্য হলো দেশের মোট অভ্যন্তরীণ আয়ের মধ্যে পর্যটনের অবদান বাড়ানো।

সৌদিয়া গ্রুপের মহাপরিচালক ইব্রাহিম আল-ওমর বলেন, ‘গত বছরের সাফল্যের পর আমরা চলতি বছরের জন্য একটি নতুন পরিকল্পনা বাস্তবায়ন করেছি, যার মধ্য দিয়ে আন্তর্জাতিক ভ্রমণের চাহিদা বাড়ার সঙ্গে সাফল্য বজায় রাখা যায়।’

ইব্রাহিম আল-ওমর আরও বলেন, ‘আমাদের গন্তব্যের নির্বাচন সম্পূর্ণ বিশ্লেষণমূলক সমীক্ষা এবং অতিথিদের পছন্দের ভিত্তিতে করা হয়েছে। সর্বোপরি আমরা আন্তর্জাতিক অতিথিদের জন্য চমৎকার ভ্রমণ অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

গ্লোবাল নেটওয়ার্ক সম্প্রসারণের মধ্য দিয়ে সৌদিয়া এয়ারলাইনস ২০২১ সালের পর ৬০টির বেশি নতুন সরাসরি রুট যুক্ত করেছে, যা তাদের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। সৌদিয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সম্প্রসারণে ১৪৭টি বোয়িং ও এয়ারবাস যোগ করা হয়েছে। আগামী বছরগুলোতে আরও ১১৮টি নতুন বিমান সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।

সৌদি আরবের লক্ষ্য, এখন বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ সহজ করা; যাতে তাদের ভিশন ২০৩০-এর পরিকল্পনা আরও সমৃদ্ধ হয়।

সূত্র: আরব নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com