বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

সৌদি আরবে আরও ১৯ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর সৌদি আরব। দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আরও ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ নভেম্বর থেকে এ অভিযান চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন সংস্থা এ অভিযান চালিয়েছে। এর মধ্যে আবাসন আইন ভঙ্গ করায় ১১ হাজার ২৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে চার হাজার ৭৭৩ জনকে এবং শ্রম আইন ভঙ্গ করার অভিযোগে দুহাজার ৯৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে বলা হয়েছে, দেশটিতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে আরও এক হাজার ২১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এসব ব্যক্তিদের মধ্যে ৭৩ শতাংশ ইথিওপিয়ান, ২৫ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া বেআইনিভাবে দেশত্যাগের চেষ্টার সময় ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবহণ, আশ্রয় বা নিয়োগ আইন লঙ্ঘনের অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ২৪ হাজার ১০৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২১ হাজার ১৭৬ জন পুরুষ এবং দুই হাজার ৯৩১ জন মহিলা রয়েছেন।

প্রক্রিয়ার অংশ হিসেবে ১৫ হাজার ৯৭০ জনকে ভ্রমণ নথির জন্য কূটনৈতিক মিশনে রেফার করা হয়েছে। তাদের মধ্যে দুহাজার ৬৩৩ জনকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে ১০ হাজার ৫৩৭ জনকে ইতোমধ্যেই দেশে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের প্রবেশ, পরিবহন বা আশ্রয়ে সহায়তা করলে ১৫ বছরে কারাদণ্ড হতে পারে। এ ছাড়া এক মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা এবং জড়িত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com