মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

সেনজেন ভিসা

  • আপডেট সময় সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
১৯৮৫ সালে ইউরোপের কয়েকটি দেশ তাদের অভ্যন্তরীন যাতায়াতকে সহজ করার উদ্দেশ্যে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি সাক্ষর করে। এই চুক্তির আওতাভুক্ত দেশগুলোকে সেনজেন এলাকা এবং প্রদানকৃত ভিসাকে সেনজেন ভিসা (Schengen Visa) বলা হয়ে থাকে। ইউরোপের ২৯টি দেশ সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
এসকল দেশের বাইরের নাগরিকরাও এই সুবিধা পাবে যদি সে সেনজেন ভিসা সংগ্রহ করতে পারে।
বাংলাদেশী পাসপোর্ট হোল্ডার হিসেব আপনি এই ভিসা সংগ্রহ করতে চাইলে বিশেষ কিছু দিকে খেয়াল রাখতে হবে।
আমরা অনেকেই মনে করি ফ্রেশ পাসপোর্ট এ সেনজেন ভিসা হয় না বা অনেক দেশ ট্রাভেল করা থাকলেই সেনজেন ভিসা হয়।
উপরের দুইটা ধারনাই ভুল।
আপনি যদি ভালো একটা জব করেন।আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং থাকে,যদি আপনার টিন টেক্স নিয়মিত হয়ে থাকে তবে আপনি এই ভিসা ডিজার্ভ করেন।এক কথায় আপনি যদি ভিসা কন্সুলার কে কনভেন্স করতে পারেন যে সেই দেশে গিয়ে আপনি
যথা সময়ে ফেরত আসবেন তবেই আপনি ভিসা পাবেন।একজন ব্যাবসায়ীর খেত্রেও সেই একই নিয়ম।
কিন্তু আপনার ভালো জব নেই।বড় ব্যাবসা নেই,সেই ক্ষেত্রে আপনাকে নিয়মিত ট্রাভেলার হতে হবে।
👉ধরেন আমার সেলারি বা মাসিক ইনকাম ১ লাখ টাকা।
কিন্তু ভিসা আবেদনের সাথে হোটেল বুকিং পেপার দিয়েছি প্রতি দিন খরচ ১০০ ডলার বা ইউরো।
আপনি ভাবছেন দামী হোটেল বুকিং দিয়ে তাদের ইম্প্রেস করবেন।কিন্তু আপনি এই জায়গায় রিজেক্ট। মানে আপনার আয়ের সাথে ব্যায়ের সামঞ্জস্যতা থাকতে হবে।
👉ধরেন আপনি স্কোটল্যাড ঘুরতে যাচ্ছেন।ভিসা আবেদনের সাথে ট্রাভেল আইটেনারি দিয়েছেন এমন এক জায়গার নাম যেখানে তাপমাত্রা মাইনাস ৫০
আপনি এখানেই রিজেক্ট।
👉ধরেন আপনি সেলারি পান ৫০ হাজার টাকা।আপনার সেলারি স্টেটমেন্ট, সেলারি সার্টিফিকেট এ এটা উল্লেখ আছে। লাষ্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন।কিন্তু লাষ্ট এক মাসে আপনার একাউন্টে অকল্পনীয় লেনদেন হয়েছে।লাষ্ট ফিগার দিয়েছেন ৫০ লাখ টাকা।
🫡আপনি এখানেই রিজেক্ট। তারা বুঝেই যাবে আপনি ভিসা পাওয়ার জন্য ধারদেনা করে টাকা একাউন্টে রেখেছেন, আপনি ফিরবেন না।
আসলে এমন শত-শত খুটিনাটি লজিক আছে যা আমরা মেইন্টেইন করিনা,তাই গনহারে ভিসা হয় রিজেক্ট। আমরাও বুলি ওরাই সেনজেন ভিসা দিচ্ছে না।
🙏কিন্তু একবার ভেবে দেখি না আমাদের কি কি ভুল
আছে!
✔️সেনজেন ভিসার জন্য আপনি সেনজেন ভুক্ত একটা দেশে এপ্লাই করবেন,ভিসা নিবেন।ইচ্ছামত ২৯ টা দেশ ভ্রমণ করবেন এটাই নিয়ম।তবে ভিসা পাওর ক্ষেত্রে কেন ভিসা রিজেক্ট হয় সেটা আগে আইডিয়েন্টফাই করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com