শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

সিডনিতে অগ্রণী এলামনাই অস্ট্রেলিয়া কালচারাল গ্রুপের আয়োজনে চৈত্রসংক্রান্তি উদযাপন এবং বর্ষবরণ

  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

গানে গানে এবং ঐতিহ্যবাহী বাঙ্গালী রসনায় পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে আবাহন করলো সিডনীতে অগ্রণী স্কুল এণ্ড কলেজ এলামনাই অস্ট্রেলিয়ার সংস্কৃতি দল।

রবিবার ৩০ চৈত্র ( ইংরেজী ১৩ এপ্রিল, ২০২৫) ” চৈত্র সংক্রান্তি ১৪৩১ এবং বর্ষবরণ ১৪৩২” উদযাপন করে এই দলের সক্রিয় দশ জন সদস্য।

শুভেচ্ছা বাণী এবং মঙ্গল কামনার সাথে সাথে বাংলাদেশের মাটির দুটো গান- এম এ আব্দুল আজীজের কথা ও সুরে ভাটিয়ালী গান ” কল কল ছল ছল “, বাংলার কৃষকের পালা গান ” আল্লাহ মেঘ দে পানি দে” এবং সর্বোপরি ” এসো হে বৈশাখ” গানটির কোরাস পরিবেশন করে অমিয়া মতিন, শাফিনাজ আমিন, মাহবুবা কান্তা, মাফরুহা আলম, শ্রাবন্তী কাজী, নাইয়ারা কেয়াসী, তনিমা আলী, তনিমা তাবাসসুম, সূচনা চৌধুরী ও দিলশাদ রহমান।

অপরাহ্নের এ আয়োজনে ভোজে ছিল বাঙ্গালীর চিরাচরিত ভর্তা-ব্যঞ্জন এবং পিঠা-পুলি-পায়েস- মুড়ি- মুড়কি। ষোলো আনা বাঙ্গালীয়ানায় প্রবাসের রবিবারটি সাদা- লাল এবং নকশী সাজে জমে উঠেছিল। বাংলা সংস্কৃতি বেঁচে থাকুক, ছড়িয়ে পড়ুক দেশের গণ্ডি ছড়িয়ে সারা বিশ্বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com