কানাডার নাগরিক হওয়ার জন্য অনলাইন আবেদন গ্রহণ করা শুরু করেছে কানাডিয়ান সরকার। কানাডার নাগরিক হতে ইচ্ছুক ব্যক্তিরা কানাডার ইমিগ্রেশন, রিফিউজি এন্ড সিটিজেনশীপ কানাডা (আইআরসিসি)র ওয়েবসাইটে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
আইআরসিসি জানিয়েছে, অনলাইনে আবেদনের ফলে কানাডার বাইরে থাকা ব্যক্তিরা দূতাবাস অথবা হাই কমিশনে যাওয়া ছাড়াই ঘরে বসে করতে পারবেন। এতে বিড়ম্বনা এবং সময় দুইই বাঁচবে। তবে কেউ চাইলে দূতাবাসে গিয়ে আবেদন করতে পারবেন। কানাডিয়ান সরকার এখনও কাগজের আবেদন গ্রহণ এবং প্রক্রিয়াকরণ করবে। কেউ যদি সরাসরি আবেদন জমা দেন তাহলে তার অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই।
ওয়েবসাইটে প্রবেশের পর আবেদনকারীকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অথবা যদি আগের অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করতে হবে। প্রাথমিকভাবে প্রয়োজনীয় তথ্য দেয়ার পর ব্যক্তি আবেদনের যোগ্য হলে অনলাইন আবেদন এগিয়ে নিতে পারবেন। তিন টি কাজ সম্পন্ন করার মাধ্যমে আবেদনটি গৃহীত হবে। সিটিজেনশীপ সার্টিফিকেট তথা মৌলিক তথ্য যেগুলো অপরিবর্তনীয়, নাম, জন্ম তারিখ প্রদান করা। নাগরিকত্ব প্রমাণের জন্য মার্জিত উপায়ে সোজাসুজি দাবি উত্থাপন করা এবং অথবা আগে যদি ম্যানুয়ালি আবেদন থেকে থাকে তাহলে নাগরিক তালিকায় নাম খোঁজ করা।
যদি কোনো ব্যক্তি কানাডার বাইরে জন্মগ্রহণ করেন তবে ব্যক্তির বাবা কানাডার নাগরিক হন, তাহলে ব্যক্তি সিটিজেনশীপ সার্টিফিকেট (প্রুফ অব সিটিজেনশীপ) এর মাধ্যমে কানাডার নাগরিকত্ব লাভ করতে পারবেন এবং নাগরিক সুবিধা গ্রহণ করতে পারবেন। তারা কানাডার পাসপোর্ট নিতে পারবেন, কানাডায় চাকরি করতে পারবেন এবং কানাডার নির্বাচনে ভোট দিতে পারবেন। এক্ষেত্রে ব্যক্তির বাবা ১৭ এপ্রিল ২০০৯ এর আগে কানাডার নাগরিকত্বের অনুমোদন পেয়েছেন অথবা ১৫ ফেব্রুয়ারি ১৯৭৭ সাল কিংবা তার পরে কানাডায় জন্মগ্রহণ করেছেন এমন হতে হবে।
সিইসি নিউজ