 
							
							 
                    সারা সপ্তাহের পরিশ্রমের পর একটু বিনোদনের ব্যবস্থা না রাখলে জীবনটা যে বিষাদে কাটবে আপনার। আর তাই বোরিং লাইফকে একটু অ্যাডভেঞ্চারাস করতে, পরিবারকে সময় দিতে আর মনকে প্রফুল্ল রাখতে ঘুরে আসতে পারেন সাবাহ গার্ডেন রিসোর্ট থেকে। এর নিরিবিলি আর নির্জন পরিবেশ আপনার প্রতিদিনের ক্লান্ত-পরিশ্রান্ত নাগরিক জীবনকে সামান্য হলেও আন্দোলিত করতে সক্ষম হবে।
অপরূপ সুন্দর গ্রামীণ দৃশ্যমাখা পরিবেশে গড়ে ওঠা এই রিসোর্ট তার অনন্য নান্দনিকতার জন্য জনপ্রিয় হয়ে উঠছে। সাপ্তাহিক ছুটির ফাঁকে আপনিও চাইলে ঘুরে আসতে পারেন চমৎকার এই রিসোর্টটি থেকে।
সাবাহ গার্ডেন রিসোর্টটি গাজীপুরের বাঘেরবাজার এলাকায় অবস্থিত। ৩৬ বিঘা জমির ওপর নির্মিত এই রিসোর্টটিতে নিরিবিলিতে কাটাতে পারবেন অসাধারণ কিছু মুহূর্ত। প্রাকৃতিক পরিবেশে ঘেরা এ রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে বই। এটি এমন একটি রিসোর্ট যেখানে আছে পাঠাগার।
বিশ্বের বিভিন্ন বিখ্যাত লেখকের বই রিসোর্টটিকে ভিন্ন রূপ এনে দিয়েছে। বই প্রেমীদের খুবই ভালো লাগবে জায়গাটি। নানান সব বিখ্যাত বইয়ের মাঝে সহজেই কেটে যাবে আপনার অবসর। প্রকৃতির সঙ্গে বিনোদন আর বইয়ের ভাঁজে ভাঁজে আনন্দ। আর কি লাগে সুন্দর এক অবকাশ যাপনে!
বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত বাণী দিয়ে পুরো রিসোর্টটি সাজানো হয়েছে; যা যে কোনো মানুষের জীবনের জন্যই দিক নির্দেশনা। চমৎকার বাণীগুলো দেখতে পাবেন পুরো রিসোর্টের দেয়ালগুলোতে।
রিসোর্টে আরো রয়েছে মাটির আর টিনের তৈরি ঘর, রয়েছে গ্রামবাংলার প্রকৃতির আদিমতা। এই রিসোর্টে বিখ্যাত ব্যক্তি এবং বড় বড় মনীষীদের প্রতিকৃতিও রয়েছে। এছাড়া বিভিন্ন পশু-পাখিরও প্রতিকৃতি রয়েছে এই রিসোর্টে। আরো আছে নানান আকৃতির ছয়টি পুকুর। রয়েছে সৌন্দর্যমন্ডিত কয়েকটি কটেজ। সব মিলিয়ে এ এক অলস অবসরের পরিপূর্ণ আয়োজন। চারপাশে সবুজের অপূর্ব সমারোহের চোখ ধাঁধানো সৌন্দর্য। নানা ঔষধি গাছের সন্নিবেশ জায়গাটিকে রাখে শীতল আর সুনিবিড়।
বিভিন্ন প্রজাতির ফলদ, ওষুধি, বনজ গাছের সমন্বয়ে গড়ে উঠেছে অসাধারণ এই সাবাহ গার্ডেন রিসোর্ট। অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রশান্তিময় অবসর কাটাতে আপনাকে তাই ঘুরে আসতে হবে এই রিসোর্টটি থেকে।