শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ বিলাসবহুল বাড়িটি বিক্রি করে কোথায় চলে গেলেন ইলন মাস্ক

  • আপডেট সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

আগে এক্স-এ ঘোষণা দিয়ে বলেছিলেন ইলন মাস্ক, তিনি একটি মাত্র বিলাসবহুল বাড়ির মালিক। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর এই বাড়িটি বিক্রি করে দিতে পারেন তিনি পছন্দমতো পরিবার পেলে।

এই ধনকুবের এখন থাকছেন কোথায় তাহলে
এই ধনকুবের এখন থাকছেন কোথায় তাহলে

১৬ হাজার বর্গফুট আয়তনের এই বিশাল ম্যানসনটি কোনো আগ্রহী পরিবারের কাছে হস্তান্তর করার ইচ্ছা পোষণ করেন তিনি। তবে নতুন খবর হলো, এই বাড়ি তিনি আসলেই বিক্রি করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে এক্স, টেসলা আর স্পেস এক্সের মালিক এই ধনকুবের এখন থাকছেন কোথায় তাহলে?

ইলন মাস্কের বাড়ি কে কিনেছেন, তা অবশ্য জানা যায় নি এখনও। তবে ৩২ মিলিয়নের মতো মূল্যমানে হাতবদল হয়েছে তা, এমন ধারণা মিলছে। ২০২০ সালে প্রথম এই বাড়িটি বিক্রির বিষয়ে আগ্রহ দেখান এই খামখেয়ালী টেক মোগল। সানফ্রান্সিসকো বেতে অবস্থিত এই বাড়িটি প্রায়ই বিভিন্ন ইভেন্টের জন্য ভাড়াও দিতেন ইলন মাস্ক। এসব খবর মিলেছে মার্কিন লেখক ওয়াল্টার আইজ্যাকসনের কাছ থেকে।

উল্লেখ্য সম্প্রতি তাঁর জীবনী লিখছেন এই ওয়াল্টার আইজ্যাকসন। তিনি নিজের এক্স অ্যাকাউন্টে ইলন মাস্কের এই নতুন বাসস্থানের ছবি দিয়েছেন। বেশ সাদামাটা এই দুই বেডরুমের স্পার্টান স্টাইলের বাড়িটি দেখে অবাক হওয়ার মতো। কারণ এত ধনসম্পদ নিয়ে ইলন মাস্ক এমন এক সাধারণ বাড়িতে থাকবেন তা ভাবেন নি কেউ। অবশ্য এই বিলিয়নিয়ার বেশ খোশমেজাজে আছেন এখানে। খুব গোছানো এর অন্দরমহল। চেয়ারে জ্যাকেট ঝোলানো, টেবিলে রকেটের ভাস্কর্য আর একটি জাপানি কাতানা তলোয়ার দেখা যাচ্ছে এই ছবিতে। লিভিং রুমে বেশ আলোবাতাস আছে। কাঠের টেবিল ও চেয়ারও দেখা যাচ্ছে। সব মিলে বেশ ছিমছাম ভাব বাড়িটিতে৷ টেক্সাসের বোকা শিকা এলাকায় এটি অবস্থিত।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com