1. [email protected] : চলো যাই : cholojaai.net
সরকার অনুমোদিত তিন ও চার তারকা হোটেলের তালিকা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সস্তায় বিদেশ ভ্রমণ: স্বপ্নকে সত্যি করার বিজ্ঞানসম্মত গাইড ব্রিটেনে ভিসা বদল, বাংলাদেশিদের জন্য কী পরিবর্তন ক্রিপটিক গর্ভাবস্থা – যখন নিজেই জানেন না আপনি গর্ভবতী পর্যটন ভিসায় বিদেশ গিয়ে কাজ করলে কী কী শাস্তি হতে পারে স্পা থেকে সিনেপ্লেক্স , যা যা আছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমানবন্দরে তিন বছরে পাঁচ লাখ কর্মী নেবে ইটালি, সুযোগ পেতে পারেন বাংলাদেশিরাও চলতি বছরের প্রথম ছয় মাসে ইইউতে অভিবাসী কমেছে ২০ ভাগ, শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ ভারতের এই গ্রামে মেয়েদেরকে কাপড় ছাড়াই থাকতে হয়
Uncategorized

সরকার অনুমোদিত তিন ও চার তারকা হোটেলের তালিকা

  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১

মানের হোটেল ছয়টি ও ২০টি তিন তারকা হোটেল রয়েছে। অনেকে তিন ও চার তারকা মানের না হয়েও নিজেদের ‘সমান’ বলে দাবি করে। তাই অতিথিদের সুবিধার্থে এগুলোর নামের তালিকা দেওয়া হলো।

বাংলাদেশ সরকার অনুমোদিত চার তারকা মানের হোটেল

১. ফারস হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (২১২, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী বিজয় নগর, পল্টন, ঢাকা)।

২. আগ্রাবাদ হোটেল লিমিটেড (আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম)।

৩. প্যানিনসুলা চিটাগাং (৪৮৬/বি, ও আর নিজাম রোড, সিডিএ এভিনিউ, চট্টগ্রাম)।

৪. রোজ ভিউ হোটেল (প্লট নং ২, ব্লক-বি, শাহজালাল উপশহর, সিলেট)।

৫. হোটেল দি কক্স টুডে লিমিটেড (প্লট নং-৭, রোড নং-২, কলাতলী রোড, কক্সবাজার)।

৬. এসকেএস ইন (কলেজ রোড, রাধাকৃষ্ণপুর, গাইবান্ধা)।

তিন তারকা মানের হোটেলের তালিকা

১. হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল লিমিটেড (১ নং দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা)।

২. হোটেল রাজমনি ঈসাখাঁ (ইন্টারন্যাশনাল ৮৯/৩, ভিআইপি, রোড, কাকরাইল, ঢাকা)।

৩. গ্র্যান্ড প্রিন্স হোটেল (প্লট নং-৬ ও ১১ ব্লক-বি, মেইন রোড-১, মিরপুর-১, ঢাকা-১২১৬)।

৪. হোটেল ৭১ লিমিটেড (১৭৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী, বিজয় নগর, ঢাকা)।

৫. হোটেল সুইট ড্রিম (৬০, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা)।

৬. কনকর্ড রিসোর্ট আটলান্টিস (ফ্যান্টাসি কিংডম, আশুলিয়া, ঢাকা)।

৭. ম্যাপল লিফ হোটেল ও রিসোর্ট লিমিটেড (প্লট-১/বি, রোড-১, সেক্টর-১, উত্তরা, ঢাকা)।

৮. হোটেল টাওয়ার ইন ইন্টারন্যাশনাল লিমিটেড (১৮৩, জুবলী রোড, চট্টগ্রাম)।

৯. ওয়েল পার্ক রেসিডেন্স (প্লট-২, রোড-১, ওআর নিজাম রোড, চট্টগ্রাম)।

১০. হোটেল সি-প্যালেস লিমিটেড (কলাতলী রোড, কক্সবাজার)।

১১. হোটেল সি-ক্রাউন (মেরিন ড্রাইভ রোড, কলাতলী নিউ বিচ, কলাতলী, কক্সবাজার)।

১২. লং বিচ হোটেল লিমিটেড (১৪ কলাতলী রোড, হোটেল-মোটেল জোন, কক্সবাজার)।

১৩.  ক্যাসেল সালাম (৮, কেডিএ, এভিনিউ, খুলনা)।

১৪. হোটেল নাজ গার্ডেন (ছিলিমপুর, বগুড়া)।

১৫. হোটেল গ্র্যান্ড পার্ক লিমিটেড (বান্দ রোড, চাদমারী, বরিশাল)।

১৬. আর জে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (শরিয়তনগর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া)।

১৭. উইন্ডি টেরেস বুটিক হোটেল (প্লট-৪০, ব্লক-সি, কলাতলী, কক্সবাজার)।

১৮. এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টস (৩৪/১, তোপখানা রোড, ঢাকা)।

১৯. সিটি ইন লিমিটেড, (বি-১, মজিদ সরণী, কেডিএ বা/এ, খুলনা-৯১০০)।

২০. ইউনিক হোটেল অ্যান্ড রিসোটর্স লিমিটেড (প্লট-৩ ও ৫, রোড-১০/এ, সেক্টর-৯, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com