বাংলাদেশী অধ্যুষিত ওজোন পার্কে ‘লিটল বাংলাদেশ ওয়ে’ নামে একটি সড়কের নামকরণ করেছে নিউয়র্ক সিটি কাউন্সিল। গত ১০ মার্চ শুক্রবার বাদ জুম্মা এই সড়কের নামফলক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ওজোন পার্ক এলাকায় বাংলাদেশের নামে সড়কের নামকরণে দারুণ খুশি স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা। উল্লেখ্য, ইতিপূর্বে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস, ব্রæকলীন ও জ্যামাইকায় বাংলাদেশের নামে সড়কের নামকরণ করে নিউইয়র্ক সিটি কাউন্সিল। এর আগে দুর্বৃত্তদের হামলায় ওজোনপার্কে নিহত ফটো সাংবাদিক মিজানুর রহমান হত্যার শিকার হলে প্রবাসীদের দাবীর মুখে তার নামে ‘মিজানুর রহমান ওয়ে’ রাস্তার নামকরণ করা হয়। ।
‘লিটল বাংলাদেশ ওয়ে’র নামফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস, স্টেট অ্যাসেম্বলিউয়োম্যান জেনিফার রাজকুমার সহ মূলধারার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও ‘লিটল বাংলাদেশ ওয়ে’ প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম সংগঠক ইকবাল আলী সহ আরো অনেকেই শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
কুইন্স বরোর জ্যামাইকার পর সবচেয়ে বেশি বাংলাদেশী কমিউনিটির বসবাস ওজোন পার্কে। এখানকার ১০১ এভিনিউয়ের ড্রিউ স্ট্রিটের নাম পরিবর্তন করে বাংলাদেশের নামে নামকরণের জন্য দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিলেন স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা। সেই দাবীর প্রেক্ষিতে নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩২ থেকে নির্বাচিত কাউন্সিলউয়োম্যান জোয়ান এরিয়লা সিটি কাউন্সিলের কমিটি অন পার্কসের কাছে সড়কটির নাম পরিবর্তন করে ‘লিটল বাংলাদেশ ওয়ে’ করার প্রস্তাব করেন। কমিটির শুনানিতে পাশ হওয়ার পর তা কাউন্সিল অধিবেশনের চূড়ান্ত অনুমোদন পাওয়ায় শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘লিটল বাংলাদেশ ওয়ে’।
ওজোন পার্কে বাংলাদেশীদের অভিবাসনের ইতিহাস বহু পুরনো। এই এলাকায় দীর্ঘদিন পর বাংলাদেশীদের এমন স্বীকৃতি লাভ একটি বিরল সম্মান বলেই মনে করছেন প্রবাসী বাংলাদেশীরা। অনুষ্ঠানে সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ছাড়াও ভিনদেশীরাও উপস্থিত ছিলেন। (খবরঃ ইউএনএ)