রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

জাতিসংঘ বাংলাদেশের ছাত্র-জনতার ওপর চালানো হত্যা-সহিংসতার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় বলে জানিয়েছে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

স্থানীয় সময় মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র।

ব্রিফিংয়ে হত্যা ও মানুষকে আহত করার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিব কিছু বলেছেন কিনা জানাতে চান সাংবাদিক? হতাহতদের অধিকাংশই গুলি বা স্বৈরশাসক শেখ হাসিনার দেখামাত্র গুলি করার নির্দেশে হতাহত হয়েছেন বলে প্রশ্নে উল্লেখ করা হয়।

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, “আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহির কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির দরকার রয়েছে।”

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া চিঠির বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি অভিনন্দনপত্র লিখেছেন গুতেরেস।”

“মহাসচিব বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।” বলেন ডুজারিক। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, “জাতিসংঘের প্রত্যাশা ড. ইউনূসের সরকার তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়কেও বিশেষভাবে মর্যাদা দেবে।”

ডুজারিক বলেন, “দেশের সব নাগরিকের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ওপর ভরসা করছেন গুতেরেস। রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ড. ইউনূসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মহাসচিব।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com