বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলছে অক্টোবরেই

  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণের কাজ শেষ পর্যায়ে। এরই মধ্যে এর ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরে এই টার্মিনাল উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে উদ্বোধনের জন্য সবরকম প্রস্তুতি নিতে শুরু করেছে বেবিচক। করা হয়েছে ১০০ সদস্যের উদ্বোধনী কমিটি এবং ১৯টি উপকমিটি।

বেবিচক সূত্রে জানা গেছে, অক্টোবরে থার্ড টার্মিনাল উদ্বোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। উদ্বোধনের সময় থার্ড টার্মিনালের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে যাবে। সে লক্ষ্যে কাজ এগিয়ে চলেছে। আপাতত আংশিক উদ্বোধন হবে। ২০২৪ সালে যাত্রীরা এখান থেকে সেবা পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শত শত শ্রমিক-কর্মচারী দিন-রাত চব্বিশ ঘণ্টা এখানে কাজ করছেন। উদ্বোধনের দিন পর্যন্ত মোট কাজের ৯০ শতাংশ সম্পন্ন হয়ে গেলে বাকি থাকবে শুধু যন্ত্রপাতি স্থাপনের কাজ।

বেবিচক সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে কমপক্ষে ১ হাজার থেকে ১ হাজার ২০০ অতিথি আপ্যায়নের লক্ষ্য নিয়েই চলছে আনুষঙ্গিক কাজ। এ দিন অন্তত দুটি বোর্ডিং ব্রিজ চালুর জন্য প্রস্তুত করা হচ্ছে। টার্মিনালের সর্ব দক্ষিণ ও পূর্ব প্রান্তের এ দুটির একটিতে বোর্ডিং ব্রিজে সংযুক্ত থাকবে বিমানের সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর প্লেন। এখানেই যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী। তাদের ফ্লাইটে নেওয়ার পর নতুন ট্যাক্সিওয়ে দিয়ে ফ্লাইট রানওয়ের দিকে যাবে। এভাবেই উদ্বোধনী অনুষ্ঠানের ছক সাজানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের এভিয়েশন বিশেষজ্ঞ ছাড়াও নির্মাণ সংস্থা এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের বিপুলসংখ্যক অতিথি অংশ নেবেন। তাদের বিশাল এই কর্মযজ্ঞের দীর্ঘ পথ-পরিক্রমা তুলে ধরবেন তারা।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান আমাদের সময়কে বলেন, প্রকৃত অর্থে প্রকল্পের শেষ মেয়াদ হচ্ছে ২০২৪ সালের এপ্রিল। সে হিসেবে আমরা তার প্রায় ৭ মাস আগেই এটি উদ্বোধন করার প্রস্তুতি নিচ্ছি। এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা নিশ্চিত আগামী এপ্রিলের আগে অবশ্যই এ প্রকল্পের সব কাজ শেষ হয়ে যাবে।

জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের সময় যতই এগিয়ে আসছে বিদেশি এয়ারলাইনসগুলোর আগ্রহ ততই বাড়ছে। এরই মধ্যে নতুন করে আরও ১৫টি এয়ারলাইনস আগ্রহ দেখিয়েছে। গরুডা এয়ারলাইনস, কোরিয়ান এয়ারলাইনস, ইরান এয়ারলাইনস, ইরাকি এয়ারলাইনস, ইউজ এয়ারলাইনস, ৯ বছর আগে স্থগিত হওয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ার লাইনস ও ১৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া ব্রিটিশ এয়ারওয়েজ বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেছে। আর এয়ার এশিয়া, এমিরেটস, ফ্লাই দুবাই, ইতিহাদ ও এয়ার এরাবিয়া তাদের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে। তারা তৃতীয় গন্তব্যে ফ্লাইট পরিচালনার আবেদন জানিয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা জানান, শাহজালাল বিমানবন্দর দিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানসহ বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি ৩৬টি এয়ারলাইন্স ২০টি দেশের ২৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তবে শিগগির নতুন নতুন দেশ যুক্ত হতে যাচ্ছে। তৃতীয় টার্মিনাল নির্মাণকে কেন্দ্র করে এরই মধ্যে দেশের সংখ্যা ৫৪টিতে পৌঁছেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com