শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন

শহরজুড়ে গগনচুম্বী সব অট্টালিকা, তীব্র ভারে দেবে যাচ্ছে নিউইয়র্ক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

বিশ্বের অন্যতম আধুনিক শহর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। শহরটিতে রয়েছে চোখ ধাঁধানো সব গগনচুম্বী অট্টালিকা। তবে এসব সুবিশাল অট্টালিকাই কাল হয়ে দাঁড়াতে যাচ্ছে শহরটির জন্য।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, গগনচুম্বী এসব ভবনগুলোর কারণে শহরটি নিচের দিকে দেবে যাচ্ছে।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, শহরের উঁচু অট্টালিকাগুলির ওজন নিউইয়র্ককে তার চারপাশের পানির স্তরের নীচে ডুবিয়ে দিচ্ছে। আর এই প্রক্রিয়াকে বলা হয় অবনমন প্রক্রিয়া।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নিউইয়র্কের ১০ লাখের বেশি ভবনের ওজন প্রায় ১.৭ ট্রিলিয়ন পাউন্ড।

গবেষণাটি প্রকাশিত হয়েছে আর্থস ফিউচার জার্নালে। এটি পরিচালনা করেছেন ইউএস জিওলজিক্যাল সার্ভে এবং ইউনিভার্সিটি অফ রোড আইল্যান্ডের ভূতাত্ত্বিকরা।

এতে গবেষকরা দেখিয়েছেন, প্রতি বছর শহরটি ১-২ মিলিমিটার করে দেবে যাচ্ছে। তারা নিউইয়র্কের ভূতত্ত্বের সাথে উপগ্রহ ডেটার ফুটপ্রিন্ট তুলনা করে এ ফলাফল দেখিয়েছেন।

এছাড়া নিউইয়র্ক শহর প্রবল বন্যার ঝুঁকিতে রয়েছে বলেও সতর্ক করে দিয়েছেন গবেষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com