ইউরোপের অন্যতম দেশ লুক্সেমবার্গ। দেশটির ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বৃত্তি দিচ্ছে। এ বৃত্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ আছে। আবেদন করতে প্রয়োজন নেই আইইএলটিএসের।
সুযোগ-সুবিধা
*বৃত্তির জন্য আংশিকভাবে অর্থায়ন করবে ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ।
*স্নাতকোত্তরের শিক্ষার্থীদের উপবৃত্তি হিসেবে দুই বছরে মোট ১০ হাজার ইউরো দেওয়া হবে।
*লুক্সেমবার্গ সরকারের অর্থায়নের বৃত্তিতে থাকছে আবাসনের ব্যবস্থাও।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
*ডিগ্রির সার্টিফিকেট ও প্রতিলিপি
*পারসোনাল স্টেটমেন্ট
*দুটি রেকমেন্ডেশন লেটার
*মোটিভেশন লেটার
*কারিকুলাম ভিটা (সিভি)
*প্রশংসাপত্রের অনুলিপি
*পূর্ববর্তী বছরের আয়করের অনুলিপি
*পারিবারিক অবস্থার বিবরণ
আবেদনের যোগ্যতা
ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তরের জন্য প্রার্থীদের স্নাতকে অধ্যয়নের চমৎকার একাডেমিক পারফরম্যান্স থাকতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত ও পদ্ধতি দেখুন এখানে।
আবেদনের শেষ দিন
৩১ মার্চ ২০২৫