প্রযুক্তি মানুষের কাজের চাপ কমিয়ে দেবে, রোবট দখল করে নেবে কর্মসংস্থানের সুযোগ সেসব কথা তত্ত্ব থেকে বাস্তবে ঘটে গেছে অনেক আগেই। ফাস্ট-ফুডে, কফি শপে রোবটের ব্যবহারও কল্পনাতীত ছিলো না। এবার সত্যি সত্যিই তার প্রমাণ মিললো নিউইয়র্কের ব্রুকলিনের একটি কফি শপে। সেখানে কফি তৈরি করে রোবোট। আর অপেক্ষাকৃত কম দামেই বিক্রি হচ্ছে সে কফি।
৬৬৬ ম্যানহাটান এভিনিউর বারিস্তা কফি শপ চালু হলো গত সপ্তাহান্তে। নরম্যান ও বেডফোর্ড এভিনিউর মাঝামাঝি বসেছে এই কফিশপ। সকাল ৯টায় খোলে আর বন্ধ হয় বিকেল ৫টায়।
প্রথম দিনেই ব্যাপক খদ্দের জোটে সেই কফিশপে। আর সেখানে কোল্ড ব্রিউ ও কোরটাডোস বিক্রি হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। রোবটগুলোকে দেখা যায় কফিপ্রেমিদের অর্ডার নিয়ে কফি তৈরি করে সার্ভ করে যাচ্ছে একের পর এক। আর এসব কফির দাম ৩ থেকে ৫ ডলারের মধ্যে। সাথে একটি খাবারও থাকছে- কোরোসাঁ কিংবা প্যাস্ট্রি।
খদ্দেররা কফি শপের ম্যানেজার সানি ল্যামের কাছে জানতে চাইছিলেন, কতক্ষণ খোলা থাকবে এই শপ। আর সপ্তাহে কতদিন চলবে।