বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ফোরকাস্ট বেজড ফিন্যান্সিং (এফবিএফ) প্রকল্পে সিনিয়র টেকনিক্যাল প্রজেক্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: ডিজাস্টার ম্যানেজমেন্ট, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, মেটিওলোলজি বা এ ধরেনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যান্টিসিপেটরি অ্যাকশন ও ফোরকাস্ট মনিটরিং অ্যান্ড অ্যানালাইসিসে অভিজ্ঞ হতে হবে। গ্রাম এলাকায় কাজের অভিজ্ঞতাসহ জিআইএস অ্যান্ড রিমোট সেনসিং নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। রিপোর্ট রাইটিং, প্রশিক্ষণ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ডাটা কালেকশন টুলসের কাজ জানতে হবে। প্রকল্প এলাকা ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ৭৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৬ ফেব্রুয়ারি ২০২৫।